ধৃতের জেল হেফাজত

নেতাজিনগরের পল্লিশ্রীর সিগারেট-কাণ্ডে ধৃত কমল গঙ্গোপাধ্যায়ের এক দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ হল। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০১:১৬
Share:

নেতাজিনগরের পল্লিশ্রীর সিগারেট-কাণ্ডে ধৃত কমল গঙ্গোপাধ্যায়ের এক দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ হল। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক। শুক্রবার রাতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করেন, তিনি ও তাঁর এক পুরুষ বন্ধু যখন পল্লিশ্রীর মধ্যে দিয়ে ফিরছিলেন তখন ‘একটি মেয়ে কেন সিগারেট খাবে,’ এই প্রশ্ন তুলে একদল লোক তাঁদের উপরে চড়াও হয়। তদন্তে পুলিশ জানতে পারে, মূল অভিযুক্ত এলাকারই বাসিন্দা কমল। তিনি নিজেকে তৃণমূলের সক্রিয় সমর্থক বলে দাবি করেন। সোমবার সন্ধ্যায় কমলকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডিসি সন্তোষ পাণ্ডে মঙ্গলবার বলেন, ‘‘বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন