Kolkata News

মহালয়ার ভোরে ২ কিলোমিটার জুড়ে আলপনা আঁকল কলকাতা

মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। কোথাও পাতা, কোথাও ফুল, কোথাও প্রজাপতি...। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পীর মনের আঁকিবুঁকি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩৫
Share:

রাস্তা জুড়ে রঙের খেলা। নিজস্ব চিত্র।

ভোরের আলো ফোটার আগেই কাজ শেষ হয়ে গিয়েছিল ওঁদের। মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। কোথাও পাতা, কোথাও ফুল, কোথাও প্রজাপতি...। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পীর মনের আঁকিবুঁকি।

Advertisement

আরও পড়ুন: মহালয়ার ভোরে দক্ষিণেশ্বর, দেখুন ফেসবুক লাইভ...

মহালয়ার ভোরে এমনই নতুনত্ব শিল্পের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার লেকভিউ রোড। সৌজন্যে সমাজসেবী সংঘ। এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেই নেওয়া হয়েছিল এমন অভিনব উদ্যোগ। আর সেই উদ্যোগেই গতকাল রাত থেকে শুরু হয় রাস্তায় আঁকার কাজ। কলকাতার বিভিন্ন আর্ট কলেজের প্রায় ২০০ জন পড়ুয়া রং তুলি নিয়ে নেমে পড়েছিল রাস্তায়। উদ্দেশ্য একটাই। পুজোর আগে আরও একটু সুন্দর করে তোলা নিজেদের শহরকে।

Advertisement

দেখুন ভিডিও

পুজো উদ্যোক্তারা জানালেন, চারিদিকে এত নোংরা, জঞ্জালের মধ্যে মানুষকে একটু সচেতন করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। সারা রাত ধরে কাজ করার পর সকাল ৬টার একটু আগে শেষ হয়েছে আলপনা তৈরির কাজ। এর পর থেকে যানবাহন চলাচলও চালু হয়েছে ওই রাস্তায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন আলপনাটি উদ্বোধন করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন