Post Card

পোস্টকার্ড নিয়ে চিত্র প্রদর্শনী ‘আগন্তুক-আর্টটিউন’-এর

আজকের কর্মব্যস্ত জীবনে, আমাদের সকলের কাছে সময় বড় কমে এসেছে। কাউকে প্রাণের কথা বুঝিয়ে বলা বা ধৈর্য ধরে কারও কথা শোনার অবকাশ আমাদের প্রায় নেই বললেই হয়। ছোট, বড় সকলের নানা সমস্যা নিজেদের মধ্যে ঘুরপাক খেয়ে চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ২১:১৩
Share:

ব্রিটিশ শাসন নিয়ে বঙ্কিমচন্দ্র আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘‘হায় লাঠি, তোমার দিন গিয়াছে!’’ ই-মেল, এসএমএস, হোয়াট্‌সঅ্যাপের দৌলতে বাঙালি বলতেই পারে, হায় চিঠি, তোমারও দিন গিয়েছে!

Advertisement

আজকের কর্মব্যস্ত জীবনে, আমাদের সকলের কাছে সময় বড় কমে এসেছে। কাউকে প্রাণের কথা বুঝিয়ে বলা বা ধৈর্য ধরে কারও কথা শোনার অবকাশ আমাদের প্রায় নেই বললেই হয়। ছোট, বড় সকলের নানা সমস্যা নিজেদের মধ্যে ঘুরপাক খেয়ে চলেছে।

আরও পড়ুন:

Advertisement

রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুন তারাতলায়

অবহেলার মোহরকুঞ্জে বিকল ঝরনা

তিন দশক আগেও বিজয়ার পরে বাড়িতে গোছা গোছা পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার কেনা হত। চিঠি লেখাকে সাহিত্যের পর্যায়েও নিয়ে গিয়েছেন বাংলা সাহিত্যের দিকপালরা। চিঠির মাধ্যমে গজিয়ে উঠত বন্ধুত্ব। চোখে না দেখেও মাসের পর মাস শুধু কাগজে লেখা অক্ষরেই বেঁচে থাকত সম্পর্ক। অনেকের কাছে আরও পুরনো দিনের কথা, পুরনো মানুষজনের কথা, চিঠির আকারে জমা আছে। বহু পুরনো স্মৃতি, স্পর্শ, ভালবাসা, দুঃখ ইত্যাদি জমা আছে ওই সব চিঠিতে।

প্রযুক্তির হাত ধরে সেই রেওয়াজ বদলে গিয়েছে। এখন চটজলদি ফোনে বা গ্রুপ এসএমএসেই শুভেচ্ছা বিনিময় সেরে ফেলেন লোকজন। ফেসবুকে চিঠির কায়দায় তৈরি হয় প্রতিবাদ। ইন্টারনেটের ভিডিও চ্যাটে মুখোমুখি আড্ডা জমে। দিন যত গড়িয়েছে, আমরা চিঠি লেখা ভুলেছি। আমাদের চিঠি লেখার সময় নেই। চিঠি পাওয়ার অপেক্ষাও আর নেই আমাদের। সময় যে ভাবে দৌড়চ্ছে, তাতে এক দিন হয়তো পোস্টকার্ডের ব্যবহারও শেষ হয়ে যাবে।

হারিয়ে যাওয়া এই শিল্পকে বাঁচিয়ে রাখার তাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিভিন্ন সংস্থা। পোস্টকার্ডের ব্যবহারকে সচল রাখতে সম্প্রতি আসরে নেমেছে ‘আগন্তুক-আর্টটিউন’ নামে একটি সংস্থা। ‘স্পেশাল চাইল্ড’দের নিয়ে কাজ করে ওই সংস্থাটি। আমদাবাদ, কলকাতা, জয়পুর, দিল্লি, মুম্বই, বরোদা-সহ দেশের নানা প্রান্তের শিল্পীদের নিয়ে বছর জুড়ে পোস্টকার্ড নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আগন্তুক। সেই প্রদর্শনীতে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের ২৬ জন শিল্পী।

কলকাতায় আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ অনুষ্ঠিত হবে ওই সংস্থার দ্বিতীয় চিত্র প্রদর্শনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন