গায়েব হওয়া টাকা ফেরাল ব্যাঙ্ক, খুশি গ্রাহকেরা

সকাল পৌনে এগারোটায় এসএমএসটা পেয়ে আনন্দে চোখে জল এসে গিয়েছিল ওঁর। এসএমএস পাওয়া মাত্রই স্ত্রী-কে ফোন করে বলেন, চিন্তার কোনও কারণ নেই। বুধবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০২:২২
Share:

স্বস্তি: ব্যাঙ্কের এসএমএস পাওয়ার পরে সতীশ। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

সকাল পৌনে এগারোটায় এসএমএসটা পেয়ে আনন্দে চোখে জল এসে গিয়েছিল ওঁর। এসএমএস পাওয়া মাত্রই স্ত্রী-কে ফোন করে বলেন, চিন্তার কোনও কারণ নেই। বুধবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হবে।

Advertisement

তিনি সতীশ মোদী। গড়িয়াহাটে কানাড়া ব্যাঙ্কে এটিএম প্রতারণার শিকার সতীশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গত ২৯ জুলাই রাতে দশ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছিল। মঙ্গলবার সতীশ বলেন, ‘‘গত ৬ অগস্ট আমার স্ত্রীর একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু টাকার অভাবে সেই অস্ত্রোপচার করতে দেরি হওয়ায় খুব টেনশনে ছিলাম। মঙ্গলবার সকালে টাকা ঢোকার এসএমএস পেয়ে ভাল লাগছে। স্ত্রীকে বুধবারই নার্সিংহোমে ভর্তি করাব।’’ পুলিশ সূত্রের খবর, কানাড়া ব্যাঙ্কের গড়িয়াহাট শাখা থেকে গত কয়েক দিনে মোট ৪৫ জন গ্রাহকের মোট প্রায় বারো লক্ষ টাকা গায়েব হয়েছিল। ব্যাঙ্কের তরফে সমস্ত গ্রাহককেই মঙ্গলবার টাকা ফিরিয়ে দেওয়া হয়। স্বভাবতই হারানো টাকা পেয়ে খুশি গ্রাহকেরা।

তাঁদের প্রায় সকলের আবেদন, ‘‘সাধারণ মানুষের কাছে টাকা রাখার জন্য ব্যাঙ্ক একমাত্র ভরসা। শহরের এটিএমগুলিতে সঠিক নিরাপত্তার দাবি করছি। সব এটিএমে চব্বিশ ঘণ্টা দক্ষ নিরাপত্তারক্ষী থাকার প্রয়োজন।’’ সতীশের কথায়, ‘‘গত কয়েকদিনে শহরজুড়ে আমার মতো গ্রাহকেরা যে ভাবে প্রতারিত হয়েছিলেন, তা বেদনাদায়ক। আমি চাই, গ্রাহকদের নিরাপত্তার দিকটি ভাল ভাবে খতিয়ে দেখুন সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement