—প্রতীকী চিত্র।
নিউ টাউনের ঘুনি মাঝেরপাড়া এলাকায় বস্তিতে আগুন লেগে ভস্মীভূত হয়েছিল কয়েকশো ঘর। সোমবার সেই বস্তি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বিধায়ক কিছু অভিযোগও তুলেছেন। এই অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি।
গত ১৭ ডিসেম্বর রাতে ওই বস্তিতে আগুন লাগে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পরদিন সকাল গড়িয়ে যায়। স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় প্রশাসন শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে আছে। ঘটনার ফরেন্সিক তদন্ত হচ্ছে। ব্যক্তিগত মালিকানাধীন জমিতে বসবাস ছিল ওই পরিবারগুলির। সেই মালিকেরা ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছেন। প্রশাসনও পাশে রয়েছে। স্থানীয় একটি স্কুলে ৬১টি পরিবারকে রাখার বন্দোবস্ত করা হয়েছে। শীতবস্ত্র, খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
তবে এ দিন ভাঙড়ের বিধায়ক জানান, ক্ষতিগ্রস্তদের যে স্কুলে রাখা হয়েছিল, সেখান থেকে তাঁদের সরানো হবে। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা জরুরি। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের হয়ে প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান নওশাদ। যদিও অভিযোগ খারিজ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও রাজারহাট পঞ্চায়েতের কর্তাদের একাংশ জানাচ্ছেন, শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে