Taxi

বিমানবন্দরে এখন পুলিশের অ্যাপেই অনলাইনে প্রিপেড ট্যাক্সি

বিধাননগর পুলিশের দাবি, এখন থেকে এই অভিজ্ঞতা আর হবে না যাত্রীদের। বিমানে ওঠার আগেই বিধাননগর পুলিশের নিজস্ব অ্যাপের মাধ্যমে অগ্রিম বুক করে নিতে পারবেন প্রিপেড ট্যাক্সি। তার জন্য লাইনেও দাঁড়াতে হবে না আর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৩
Share:

এ বার থেকে যাত্রীরা বিমানে ওঠার আগেই বিধাননগর পুলিশের নিজস্ব অ্যাপের মাধ্যমে অগ্রিম বুক করে নিতে পারবেন প্রিপেড ট্যাক্সি। নিজস্ব চিত্র।

ভোর বা গভীর রাতের বিমানে পৌঁছবেন কলকাতায়। যিনি অভিজ্ঞ যাত্রী, তিনি জানেন, নিজের গাড়ি না থাকলে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছতে হ্যাপা কত! বেশি কড়ি যেমন গুনতে হবে, তেমনি ট্যাক্সি পেতেও নাজেহাল হতে হয়। লটবহর নিয়ে ট্যাক্সি পাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই বেশি রাতের বিমান এড়িয়ে চলেন।

Advertisement

তবে বিধাননগর পুলিশের দাবি, এখন থেকে এই অভিজ্ঞতা আর হবে না যাত্রীদের। বিমানে ওঠার আগেই বিধাননগর পুলিশের নিজস্ব অ্যাপের মাধ্যমে অগ্রিম বুক করে নিতে পারবেন প্রিপেড ট্যাক্সি। তার জন্য লাইনেও দাঁড়াতে হবে না আর।

সোমবার থেকেই সেই প্রিপেড ট্যাক্সির অ্যাপ চালু করল বিধাননগর পুলিশ। গুগল প্লে স্টোরে গেলেই মিলবে বিধাননগর পুলিশ প্রিপেড ট্যাক্সি অ্যাপ। নিজের ফোন নম্বর দিয়ে আরও পাঁচটা অ্যাপের মত রেজিস্টার করতে হবে। তারপর নিজের প্রয়োজন মতো অগ্রিম বুক করে নিতে পারবেন ট্যাক্সি। বুক হয়ে গেলেই পেয়ে যাবেন কিউআর কোড।

Advertisement

বিধাননগর পুলিশের প্রিপেড ট্যাক্সির অ্যাপ

বিমানবন্দরে নেমে সেই কিউআর কোড ৪-এ এবং ৪-বি গেটের উল্টোদিকে পুলিশ কিয়স্কে স্ক্যান করালেই আপনি পেয়ে যাবেন আপনার ট্যাক্সি নম্বর। অন্য অনলাইন ক্যাবের মতো ট্যাক্সির ভাড়া অনলাইনেও দিতে পারেন যাত্রী বুকিংয়ের সময়। বিধাননগর সিটি পুলিশের ডিসি (সদর) অমিত পি জাভালগি বলেন, “২৪ ঘণ্টার এই পরিষেবায় যাত্রীদের আর প্রিপেডের লাইনে দাঁড়াতে হবে না। সেই সঙ্গে অনলাইনে আগেই যাঁরা বুক করে রেখেছেন তাঁরা তাঁদের ট্যাক্সি আগে পাবেন।”

আরও পড়ুন: ৮০ লক্ষ টাকা ডাকাতি রুখে পুরস্কার টি-শার্ট! মালিককে পাল্টা ‘শিক্ষা’ কর্মীর

আরও পড়ুন: সরে গিয়েও জয়াই টিএমসিপির নিয়ন্ত্রণে, নতুনদের সংবর্ধনায় ইঙ্গিত স্পষ্ট

অন্য এক পুলিশ কর্তাও আশাবাদী যে, বিমানবন্দরে বহু চেষ্টা করেও যে দালাল-রাজ বন্ধ করা যায়নি, সেই দালালদের বাগে আনা যাবে এই পদ্ধতিতে। তবে গোটা পদ্ধতিতে একটাই গলদ। পর্যাপ্ত সংখ্যায় ট্যাক্সি না এলে সেই অপেক্ষার প্রহরই গুনতে হবে যাত্রীকে।

(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement