Watganj Body Recovery

যুবতীর টুকরো টুকরো দেহ উদ্ধার ওয়াটগঞ্জ এলাকার পরিত্যক্ত বাড়িতে, মোড়ানো ছিল তিনটি প্লাস্টিকের ব্যাগে

যেখান থেকে ওই দেহাংশ উদ্ধার হয়েছে, সেখানে একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। পাঁচিল দিয়ে ঘেরা। স্থানীয়দের কয়েক জন প্রথমে কালো প্লাস্টিকগুলি পড়ে থাকতে দেখেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৬:৪৮
Share:

এই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে দেহাংশ (বাঁ দিকে)। দেহাংশ উদ্ধার করছে পুলিশ। নিজস্ব চিত্র।

পরিত্যক্ত একটি বাড়ি। অনেকটা জায়গা। ভিতরে গাছপালায় ভর্তি। তার মাঝেই পড়ে ছিল কালো প্লাস্টিকে মোড়ানো কয়েকটি ব্যাগ। কটু গন্ধও বেরোচ্ছিল। স্থানীয়দের কয়েক জনের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই প্লাস্টিকের ব্যাগগুলি পরীক্ষা করতেই তার ভিতর থেকে যুবতীর টুকরো টুকরো দেহ বেরিয়ে আসে। তিনটি প্লাস্টিকে মোড়ানো ছিল ওই দেহাংশগুলি। শহরের বুকে একটি পরিত্যক্ত জায়গা থেকে এক যুবতীর টুকরো করা দেহ উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে, প্রাথমিক ভাবে তা দেখে মনে হচ্ছে, মৃতার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ভারী কিছু দিয়ে আঘাত করে দেহ কাটা হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত্যুর পর দেহটি টুকরো করা হয়েছে বলেও প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের পর পুরো বিষয়টি স্পষ্ট হবে।

ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াডও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েছে কি না, সেই তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যুবতীর কাটা মাথা, বুক এবং পা পাওয়া গিয়েছে। পেটের কাছে অংশ পাওয়া যায়নি। এ ছাড়াও হাতেরও কোনও হদিস মেলেনি। তা হলে দেহের বাকি অংশ কোথায়? এখনই এটাই প্রশ্ন পুলিশের কাছে।

Advertisement

কোথা থেকে এই দেহ এল, স্থানীয়রা কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের অনুমান, অন্য কোথাও যুবতীকে খুন করে ওই পরিত্যক্ত এলাকায় দেহাংশ ফেলে যাওয়া হয়েছে। আশপাশের বাড়ির কোনও সিসিটিভি ফুটেজ আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement