প্রার্থীর বাড়ির সামনে বোমা

এক নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমা ফাটার ঘটনায় আহত হল দুই কিশোর। শনিবার দুপুরে কাশীপুর থানার ৯৬ নম্বর বস্তির ঘটনা। আহতদের নাম শেখ আমান এবং শেখ সামির। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আরও একটি বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামি পার্কের বাইরে খেলছিল ওই এলাকারই বাসিন্দা আমান ও সামির নামে দুই কিশোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাশীপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ০০:৪৫
Share:

কাশীপুরে প্রার্থীর বাড়ির সামনে বোমা, জখম দুই।

এক নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমা ফাটার ঘটনায় আহত হল দুই কিশোর। শনিবার দুপুরে কাশীপুর থানার ৯৬ নম্বর বস্তির ঘটনা। আহতদের নাম শেখ আমান এবং শেখ সামির। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আরও একটি বোমা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামি পার্কের বাইরে খেলছিল ওই এলাকারই বাসিন্দা আমান ও সামির নামে দুই কিশোর। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময় কেউ সেখানে একটি বোমা ছুড়ে চম্পট দেয়। বোমার আঘাতে গুরুতর জখম হয় ওই দুই কিশোর। স্থানীয় এক বাসিন্দা শাহজাহান আলি বলেন, ‘‘প্রথমে বিকট একটি শব্দ শুনতে পাই। পাশের কারখানা থেকে ছুটে এসে দেখি, গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। পায়ে ও মাথায় আঘাত পেয়ে দুই কিশোর গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে।’’ এলাকার বাসিন্দারাই আমান ও সামিরকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুজনকেই অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিনের ঘটনার প্রতিবাদে ওই নির্দল প্রার্থী জয়নাল আবেদিন প্রায় শ’তিনেক সমর্থককে নিয়ে আধ ঘণ্টা কাশীপুর রোড অবরোধ করেন। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট। এ দিন কাশীপুর থানায় স্মারকলিপি জমা দিতে যান জয়নাল আবেদিন। পুলিশ জানায়, ঘটনার প্রতিবাদে কাশীপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

Advertisement

জয়নাল এ দিন অভিযোগ জানান, ‘‘আমার বাড়ির সামনে ওই এলাকায় কাশীপুর রোডে তৃণমূল কংগ্রেস একটি মিটিংয়ের আয়োজন করেছিল। কিছুদিন আগেও ২২ নম্বর বস্তিতে ঠিক এ ভাবেই মিটিং করার নামে বোমাবাজি করেছিল। এখানেও সে রকমই পরিকল্পনা করেছিল।’’ অন্য দিকে, তৃণমূল প্রার্থী সীতা জয়শোয়ারা বলেন, ‘‘আমাদের মিটিং বানচাল করার উদ্দেশ্যেই ওরা পার্কের কাছে বোমা রেখেছিল। ভুলবশত কোনও ভাবে সেটি ফেটে যায়। আমাদের দলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন