SSKM

পেটের সংক্রমণের কারণ খুঁজতে চিকিৎসক দল

হাসপাতাল সূত্রের খবর, ইউরো-নেফ্রো ভবনের অস্থি বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত সাত জন রোগী সংক্রমণের শিকার হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০৩:৩১
Share:

প্রতীকী ছবি

এসএসকেএমে চিকিৎসাধীন অবস্থায় পেটের সংক্রমণের শিকার হলেন একাধিক রোগী। সংক্রমণের কারণ খুঁজতে শনিবার কমিউনিটি মেডিসিনের চার জন চিকিৎসককে নিয়ে দল গড়লেন সুপার তথা উপাধ্যক্ষ রঘুনাথ মিশ্র।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, ইউরো-নেফ্রো ভবনের অস্থি বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত সাত জন রোগী সংক্রমণের শিকার হয়েছেন। হাওড়ার বালির বাসিন্দা দেবনাথ দাস অস্ত্রোপচারের জন্য অস্থি বিভাগে দীর্ঘদিন ভর্তি রয়েছেন। এ দিন তাঁর পরিজনেরা জানান, শুক্রবার একাধিক বার পায়খানা ও বমি হয় তাঁর। ফলে শরীরে জল কমে দেবনাথের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে অক্সিজেন দিতে হয় বলে জানিয়েছেন পরিজনেরা। একই রকম লক্ষণ নিয়ে আরও ছ’জন রোগী অসুস্থ হয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর।

এ দিন রঘুনাথবাবু বলেন, ‘‘বিক্ষিপ্ত ভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এটা হয়েছে বলে জেনেছি। সংক্রমণের উৎস খুঁজতে কমিউনিটি মেডিসিনের চার চিকিৎসককে নিয়ে দল গড়া হয়েছে। ওই রোগীরা কী খেয়েছিলেন, তা

Advertisement

দেখবেন চিকিৎসকেরা। সংক্রমণের কারণ সাধারণ অসুখ, না কি ডায়ারিয়া তা খুঁজে দেখবেন চিকিৎসকেরা।’’ হাসপাতালের কর্মীদের একটি অংশের বক্তব্য, আক্রান্তদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাঁরা সকলে সেন্ট্রাল কিচেনের খাবার খেয়েছিলেন। সুপার জানান, সব ওয়ার্ড থেকে তথ্য নেওয়া হচ্ছে। তবে জল থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাই বেশি। ইতিমধ্যেই হাসপাতালের জলাধার পরিষ্কার করার জন্য পূর্ত বিভাগকে বলেছেন সুপার। তাঁর কথায়, ‘‘অনেক সময়ে অ্যান্টিবায়োটিকের জেরেও এ রকম হয়। সব দিকই দেখা হচ্ছে। হাসপাতালের পানীয় জলও পরীক্ষা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন