খেলতে গিয়ে মৃত্যু তরুণের

বাস্কেট বল খেলতে গিয়ে ন’তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণের। শুক্রবার সকালে গড়ফার এক বহুতলের ঘটনা। মৃতের নাম রুদ্রপ্রতিম রায় (১৯)। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:৩৫
Share:

বাস্কেট বল খেলতে গিয়ে ন’তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণের। শুক্রবার সকালে গড়ফার এক বহুতলের ঘটনা। মৃতের নাম রুদ্রপ্রতিম রায় (১৯)। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের ছাত্র।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার বাস্কেট বল খেলতে খেলতে বল নাগালের বাইরে চলে যাওয়ায় তা ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রুদ্র। স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাবা অরুণকুমার রায় ওড়িশা ক্যাডারের আইপিএস। অরুণবাবুর মেয়ে পৃথা রায় গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের ছাত্রী। রুদ্রর দাদু প্রাক্তন আইএএস অফিসার বিক্রম সরকার।

পুলিশ জানায়, অরুণবাবু চাকরি সূত্রে ভুবনেশ্বরে। তাঁর স্ত্রী-ও ভুবনেশ্বরে থাকেন। মাঝেমধ্যে কলকাতায় আসেন তাঁরা। দুঃসংবাদ শুনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। রুদ্র ও তাঁর দিদিকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছেন লক্ষ্মী দাস। ওই ফ্ল্যাটেই থাকেন তিনি। শুক্রবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, লক্ষ্মীদেবী ও পরিচারিকা রঞ্জু বরা রয়েছেন। লক্ষ্মীদেবীর কথায়, ‘‘সকাল দশটা নাগাদ আমি তখন রান্নাঘরে ছিলাম। বাবু (রুদ্রর ডাক নাম) বাস্কেট বল খেলছিল। হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পাই।’’ রঞ্জু বরা বলেন, ‘‘আমি ঘরেই বসেছিলাম। বাবু বল খেলতে খেলতে ফ্ল্যাটের বাইরে বারান্দায় চলে যায়। তার পরেই একটা ভীষণ জোরে আওয়াজ শুনে ছুটে এসে দেখি, নীচে বাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।’’

Advertisement

লক্ষ্মী দাসের কথায়, ‘‘টিয়া (রুদ্রর দিদি) তখনই ফ্ল্যাট থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল। বাবুরও যাওয়ার কথা ছিল। টিয়া লিফট আটকে বাবুর জন্য অপেক্ষা করছিল। বাবু খেলায় মশুগুল ছিল। চোখের সামনেই ভাইয়ের মৃত্যু দেখল মেয়েটা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন