টুকরো খবর

তিন দিন পরেও খোঁজ মিলল না মাধ্যমিক পরীক্ষার্থী বিজয়কুমার পণ্ডিতের। বৃহস্পতিবার পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই ছাত্র। শুক্রবার রাতে বিজয়ের বাবা জগন্নাথবাবু উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ছেলের তিনটি ফোন নম্বরের মধ্যে একটি মাঝেমধ্যে সক্রিয় হলেও ফের বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশ জানায়, শুক্রবার বিজয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোলার জন্য বাবার কাছ থেকে ২৯০ টাকা নেয়। সেই টাকা এবং ব্যাগ-সহ উধাও হয়েছে সে।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০০:৫৪
Share:

মেলেনি খোঁজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তিন দিন পরেও খোঁজ মিলল না মাধ্যমিক পরীক্ষার্থী বিজয়কুমার পণ্ডিতের। বৃহস্পতিবার পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই ছাত্র। শুক্রবার রাতে বিজয়ের বাবা জগন্নাথবাবু উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ছেলের তিনটি ফোন নম্বরের মধ্যে একটি মাঝেমধ্যে সক্রিয় হলেও ফের বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশ জানায়, শুক্রবার বিজয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোলার জন্য বাবার কাছ থেকে ২৯০ টাকা নেয়। সেই টাকা এবং ব্যাগ-সহ উধাও হয়েছে সে।

Advertisement

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

বাঘা যতীন মোড়ে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম জিতেন্দ্র ঠাকুর (৩০)। আদতে বিহারের বাসিন্দা জিতেন্দ্র থাকতেন বজবজে। পুলিশি সূত্রের খবর, শনিবার বাঘা যতীন এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র। রবিবার সকালে বজবজের বাড়িতে ফেরার জন্য তিনি শ্বশুরবাড়ি থেকে বেরোন। নেতাজিনগর থানা এলাকার বাঘা যতীন মোড় পেরোনোর সময় ৪৫ নম্বর রুটের একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। পুলিশকর্মীরাই গুরুতর আহত জিতেন্দ্রকে প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। পরে তাঁকে পাঠানো হয় ন্যাশনাল মেডিক্যালে। সেখানেই তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটির খোঁজ চালাচ্ছে।

যুবক গ্রেফতার

এক নাবালিকাকে পর্নোগ্রাফি দেখানো এবং তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে, ঠাকুরপুকুরে। ধৃতের নাম প্রকাশ সর্দার। পুলিশ জানায়, প্রকাশ ওই নাবালিকাকে বাড়িতে ডেকে জোর করে পর্নোগ্রাফি দেখায় এবং অশালীন আচরণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ঘটনাটি জানালে নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন।

স্মরণ। রবিবার নন্দনে শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে। ছবি: সুদীপ আচার্য।

উপহারের টানে সান্তার কাছে। রবিবার কলকাতায়। ছবি: সুদীপ্ত ভৌমিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন