মদ্যপের হাতে প্রহৃত চালক

চলন্ত বাসে মত্ত যুবকের আচরণের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হলেন চালক। রবিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশনের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বি আর সিংহ হাসপাতালের কাছে চার মত্ত ব্যক্তি ওই বাসে উঠে নানা রকম অশালীন মন্তব্য করতে থাকে। বাসের যাত্রীরা তাদের নেমে যেতে বলেন। চার জনের মধ্যে তিন জন নেমে গেলেও এক যুবক বাসচালকের উপরে চড়াও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০০:৪৭
Share:

চলন্ত বাসে মত্ত যুবকের আচরণের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হলেন চালক। রবিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশনের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বি আর সিংহ হাসপাতালের কাছে চার মত্ত ব্যক্তি ওই বাসে উঠে নানা রকম অশালীন মন্তব্য করতে থাকে। বাসের যাত্রীরা তাদের নেমে যেতে বলেন। চার জনের মধ্যে তিন জন নেমে গেলেও এক যুবক বাসচালকের উপরে চড়াও হয়। চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সে সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা দু’টি অটোকে ধাক্কা মারে। বাসচালকের উপর আক্রমণ করায় যাত্রীরা ওই মদ্যপ যুবককে পাল্টা মারধর করেন। বাসচালক ও ওই মত্ত যুবককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement