—প্রতীকী চিত্র।
এক বস্ত্র ব্যবসায়ীকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার লিন্ডসে স্ট্রিটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ব্যবসায়ীর নাম মহম্মদ শাহরুখ। তাঁর বাড়ি তালতলার রামকৃষ্ণ রায় লেনে। লিন্ডসে স্ট্রিটে ফুটপাতে অস্থায়ী দোকান রয়েছে শাহরুখের। ওই ব্যবসায়ীর অভিযোগ, বুধবার ভোরে দোকানে জিনিসপত্র নামানো ঘিরে তাঁর সঙ্গে বচসা বাধে ওই এলাকারই আর এক ব্যবসায়ীর। বচসার মধ্যে আচমকা সেই ব্যবসায়ী এবং তাঁর ভাই শাহরুখের উপরে চড়াও হয়ে তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শাহরুখ। ঘটনাটি দেখে শাহরুখের ভাই ছুটে এলে তাঁকেও মারধর করা এবং ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। শেষে অন্য ব্যবসায়ীরা এসে শাহরুখ ও তাঁরভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, শাহরুখেরঘাড়ে, পায়ে, হাতে ও পিঠে আঘাত লেগেছে।
পরে ওই ব্যবসায়ী পার্ক স্ট্রিট থানায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, শাহরুখের সঙ্গে অভিযুক্তদের পুরনো বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে