বিক্রমকে গ্রেফতারের প্রয়োজন হল কেন? জানতে চাইল হাইকোর্ট

দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর পরে গাড়ির চালক হিসেবে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন বিক্রম। সেই আবেদনের শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১২:৩৩
Share:

বন্দি: পুলিশ ভ্যানে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আলিপুর কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলের পথে। সোমবার। ছবি: সুমন বল্লভ

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার প্রয়োজন হলো কেন, মঙ্গলবার রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisement

দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর পরে গাড়ির চালক হিসেবে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন বিক্রম। সেই আবেদনের শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়। বিক্রমের আইনজীবী শেখর বসু এ দিন বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে বলেন, ‘‘তদন্তকারী অফিসার হঠাৎ কেন এতটা অতি সক্রিয় হয়ে উঠলেন, তা বোঝা গেল না।’’

পাবলিক প্রসিকিউটর (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায় এ দিন আদালতে জানান, আগাম জামিনের আবেদনের শুনানি বাকি থাকলে অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, আইনে এমন কিছু বলা নেই। তা ছাড়া বিক্রম তদন্তে সহযোগিতা করছিলেন না। পিপি-র এই সওয়াল শুনে বিচারপতি দত্ত তাঁকে প্রশ্ন করেন, ‘‘তদন্তে সহযোগিতা করছিলেন না বলতে আপনি কী বোঝাচ্ছেন?’’

Advertisement

পিপি জানান, অভিযুক্ত তাঁর মোবাইল নম্বর জানাচ্ছিলেন না। তাঁর গতিবিধিও জানা যাচ্ছিল না। এ দিন মামলার নিষ্পত্তি করেনি হাইকোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement