Calcutta News

মা উড়ালপুলে দুর্ঘটনায় উল্টে গেল বিচারকের গাড়ি, জখম ৫

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বিচারকের গাড়ি। বুধবার সকালের এই দুর্ঘটনায় জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১৬:৩১
Share:

দুর্ঘটনার পর এ ভাবেই দুমড়েমুচড়ে যায় বিচারকের গাড়ি।

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বিচারকের গাড়ি। বুধবার সকালের এই দুর্ঘটনায় জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সওয়া ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ট্রাইব্যুনালের এক বিচারকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। বিচারক নিজে সে সময় গাড়িতে ছিলেন না। ড্রাইভার রমজান মোল্লা গাড়িটি নিয়ে বিচারকের বাড়ির দিকে যাচ্ছিলেন। রমজানের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু আজিজুল মোল্লা। পুলিশ জানিয়েছে, মা উড়ালপুলের মাঝামাঝি পৌঁছে গাড়িটির উপর নিয়ন্ত্রণ হারান চালক। ডিভাইডার পেরিয়ে গাড়ি নিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়েন তিনি। তাতেও গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি রমজান। সামনে থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে বিচারকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। দু’টি গাড়িই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিচারকের গাড়িটিই বেশি ক্ষতিগ্রস্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন

Advertisement

একশো টাকায় একটা বেজি, বাগানও তৈরি করে দিলেন বিপ্লব

ভেঙে চুরমার গাড়ির ভিতরের অংশ।

কড়েয়া থানার পুলিশ দ্রুত উদ্ধার কাজে পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় রমজান ও আজিজুলকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁরা এখনও চিকিৎসাধীন। অন্য গাড়িটির তিন যাত্রীও জখম হয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিচারকের ড্রাইভারের বিরুদ্ধে বেপরোয়া ড্রাইভিং-এর অভিযোগ দায়ের করা হয়েছে।

২০১৫ সালে উদ্বোধন হয়েছিল মা উড়ালপুলের। সেই থেকেই দুর্ঘটনার জন্য বার বার শিরোনামে এসেছে উড়ালপুলটি। উদ্বোধনের দিনেই সেখানে এক দুর্ঘটনায় জখম হন দু’জন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দু’জনের।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন