ভবানীপুর

প্রৌঢ়া-মৃত্যুতে মামলা রুজু

ভবানীপুরের বাসিন্দা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার মামলাটি দায়ের করেছেন প্রৌঢ়ার প্রতিবেশী প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৫:৫০
Share:

ভবানীপুরের বাসিন্দা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার মামলাটি দায়ের করেছেন প্রৌঢ়ার প্রতিবেশী প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি।

Advertisement

প্রশান্তবাবুর আইনজীবী শীর্ষেন্দু সিংহরায় জানান, গত ৬ জুন ভবানীপুরের বকুলবাগান রোডের বাড়ি থেকে সুনন্দাদেবীর দেহ উদ্ধার হয়। বাড়ির ভিতরের নিকাশি নালায় পড়েছিল তাঁর দেহটি। এক ভাড়াটে-সহ সুনন্দাদেবী একা ওই বাড়িতে থাকতেন। তাঁর স্বামী অন্যত্র থাকেন।

ঘটনার পর পুলিশ একটি খুনের মামলা রুজু করেছিল। ওই বাড়িতে তদন্ত করতে গিয়ে শৌচাগারে যাওয়ার পথে মাথায় আঘাত পেয়ে সংজ্ঞা হারান এক পুলিশকর্তা। এর পরে পুলিশের একাংশের বক্তব্য ছিল, অসাবধানতাবশত ঠিক ওই ভাবেই মাথায় চোট পেয়েছিলেন সুনন্দাদেবী। এর পরে সংজ্ঞা হারিয়ে একটি নালায় পড়ে যান। ওই নালার জলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তবে ময়না-তদন্তের সম্পূর্ণ রিপোর্ট না পেলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে না বলে জানিয়েছিল লালবাজার।

Advertisement

শীর্ষেন্দুবাবু জানান, মামলার আবেদনে বলা হয়েছে, ওই বাড়িটি দখল করার চেষ্টা করছেন স্থানীয় এক প্রোমোটার। বেশ কয়েক বছর ধরে বাড়িটি কব্জা করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু বাড়িটি প্রোমোটারের হাতে তুলে দিতে চাননি সুনন্দাদেবী। মামলার আবেদনে অভিযোগ, সুনন্দাদেবীর শাশুড়ি ও ওই প্রোমোটারের মধ্যে বাড়ি বিক্রি নিয়ে একটি চুক্তিও করা হয়েছে। কিন্তু সেই চুক্তিতে সুনন্দাদেবী সই করেননি। তাঁকে কিছু দিন আগে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কে, কী উদ্দেশ্য নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছিল, কে-ই বা তাঁকে সেখান থেকে ছাড়িয়ে আনেন, তা খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে মামলার নথিতে। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে মামলাটির শুনানি হবে। অবশ্য কবে শুনানি হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি শীর্ষেন্দুবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন