দক্ষিণ দমদম পুরসভা

চুরির অভিযোগ ঘিরে বিক্ষোভ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার এক চেয়ারম্যান পারিষদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিংয়ে ওই অভিযোগ তুলেছেন পুরসভারই বেশ কয়েক জন কাউন্সিলর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share:

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার এক চেয়ারম্যান পারিষদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিংয়ে ওই অভিযোগ তুলেছেন পুরসভারই বেশ কয়েক জন কাউন্সিলর। ঘটনাকে ঘিরে এ দিন বোর্ড মিটিংয়ে গোলমাল হয়।

Advertisement

কাউন্সিলরদের অভিযোগ, পুরসভার আলো ও বিদ্যুৎ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারিষদ অভিজিৎ মিত্র দিন কয়েক আগে সন্দেহবশত আলোর স্টোরের তিন পুরকর্মীর বাড়িতে তল্লাশি চালাতে লোক পাঠান। সেখানে পুরসভার দুই আধিকারিক ছাড়া তৃণমূলের দলীয় কর্মীরাও ছিলেন। তন্ময় ভট্টাচার্য, অমিতাভ ভৌমিক ও দিলীপ চক্রবর্তী নামে আলোর বিভাগের স্টোরের তিন কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। বিদ্যুৎ-এর সরঞ্জামের হিসেবে গোলমাল হওয়ায় ওই তিন পুরকর্মীর বাড়িতে ওই চেয়ারম্যান পারিষদ লোক পাঠিয়েছিলেন বলে এদিন অভিযোগ করেন কাউন্সিলরেরা। ওই তিন পুরকর্মীর কথায়, ‘‘চেয়ারম্যান পারিষদের কোনও সন্দেহ হলে তিনি আমাদের অফিসে ডেকেই কথা বলতে পারতেন। তা না করে পুরসভার অফিসাররা আমাদের বাড়িতে এসে পরিবারের লোকজনের সামনে বললেন আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।’’

ওই ঘটনার পরে এ দিন বোর্ড মিটিংয়ে মৃগাঙ্ক ভট্টাচার্য, প্রবীর পাল, কেয়া দাস, অমিত পোদ্দার-সহ একাধিক কাউন্সিলর চেয়ারম্যান পারিষদ অভিজিৎবাবুকে তাঁর পদক্ষেপের কারণ দর্শাতে চেপে ধরেন। অভিজিৎবাবু বলেন, ‘‘আমি কোনও কথা বলব না। আমার যা বলার চেয়ারম্যানকে বলেছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন