খোঁজ মেলেনি ছাত্রের

নিখোঁজ হওয়ার চার দিন পরেও খোঁজ মিলল না স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র বিশ্বেশ্বর পালের। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রের খোঁজে ইতিমধ্যেই তদন্তকারীদের দুটি দল শহরের বাইরে রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের আত্মীয়দের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩০
Share:

নিখোঁজ হওয়ার চার দিন পরেও খোঁজ মিলল না স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র বিশ্বেশ্বর পালের। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রের খোঁজে ইতিমধ্যেই তদন্তকারীদের দুটি দল শহরের বাইরে রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের আত্মীয়দের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে। মঙ্গলবার ওই কিশোরের জ্যাঠামশাইকে লালবাজারে ডেকে কথা বলেন তদন্তকারীরা।

Advertisement

বিশ্বেশ্বরের খোঁজ না মিললেও পুলিশি তদন্তে আস্থা রাখছেন তার পরিবারের সদস্যেরা। মঙ্গলবার তার জ্যাঠামশাই অরুণ পাল এ কথা জানিয়ে বলেন, বিশ্বেশ্বর যে সব জায়গায় যেতে পারে তা পুলিশকে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement