National News

অটো দৌরাত্ম্য: এ বার রাস্তাতেই বসছে কমপ্লেন বক্স

ক্রেতা সুরক্ষা দফতর সূত্রে খবর, আপাতত গড়িয়াহাট, সল্টলেক এবং উল্টোডাঙায় ‘অভিযোগ বাক্স’ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে অন্যান্য রুটেও এমন ব্যবস্থা করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ১৬:১৪
Share:

অটো দৌরাত্ম্য রুখতে উপায় বার করলেন সাধন পাণ্ডে। ছবি: সংগৃহীত।

অটো নিয়ে সমস্যা জেরবার এ শহর। এ বার তারই সুরাহা বাতলে দিলেন রাজ্যের ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে।

Advertisement

কখনও ধর্মতলা-পার্ক সার্কাস রুটে সমস্যা তো কখনও টালিগঞ্জ-যাদবপুর। কখনও আবার বেহালা-ঠাকুরপুকুর রুটে। একই ছবি শহরের সর্বত্রই। সম্প্রতি উল্টোডাঙা-সল্টলেক রুটে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে দুর্ব্যবহারের অভিযোগে চালকদের সঙ্গে যাত্রীদের বচসা বাধে। প্রতিবাদে উল্টোডাঙা মোড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। শুক্রবার উল্টোডাঙা-সল্টলেক রুটের অটো সমস্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে সাধনবাবু বলেন, “বার বার বুঝিয়েও ওঁদের বাগে আনা যাচ্ছে না। তার পরেও একাংশের চালকেরা দুর্ব্যবহার করে চলেছেন। আর এ সব বরদাস্ত করা হবে না। অটো স্ট্যান্ডে ভাড়া তালিকা টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি একটি অভিযোগ জানানোর বাক্সও থাকবে। সমস্যা হলেই চিঠি লিখে সেখানে ফেলে দিন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “ইউনিয়নের নেতারাও পারছেন না বেয়াড়া অটোচালকদের বাগে আনতে। বাধ্য হয়েই আমাকে এগিয়ে আসতে হল।”

ক্রেতা সুরক্ষা দফতর সূত্রে খবর, আপাতত গড়িয়াহাট, সল্টলেক এবং উল্টোডাঙায় ‘অভিযোগ বাক্স’ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে অন্যান্য রুটেও এমন ব্যবস্থা করা হবে। শনিবার পরিবহণ দফতর, স্থানীয় থানা এবং তৃণমূলের নেতা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলাররা অটোচালকদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন সাধন পাণ্ডেও। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, “যাত্রীরা পণ্য নয়, তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। আপনারা ভদ্র হোন। নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেবে পুলিশ।”

Advertisement

আরও পড়ুন: শাশুড়ি-বৌমার ঝামেলা, এ তো ঘর ঘর কি কহানি! কপাল চাপড়ালেন বিচারপতি
আরও পড়ুন: অটোর ভাড়া নিয়ে পরিবহণ দফতরের বৈঠক

আগে উল্টোডাঙা-সল্টলেক রুটের যাত্রীদের স্থানীয় কাউন্সিলরের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছিল। পরে উল্টোডাঙা থানার নম্বরও দেওয়া হয়। বলা হয়, অটো নিয়ে অভিযোগ থাকলে অভিযুক্ত অটোর নম্বর প্লেটের ছবি তুলে তাঁরা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। অথবা সরাসরি থানায় ফোন করতে পারেন। এ বার অভিযোগ বাক্সও বসানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন