বন্দর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে থানা, রাস্তা অবরোধ

বন্দর এলাকায় অবৈধ নির্মানের বিরুদ্ধে এ বার থানায় স্মারকলিপি দিল কংগ্রেস। শনিবার বিকেলে একবালপুর মোড় অবরোধ ও একবালপুর থানা ঘেরাও করেন কংগ্রেস‌ কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ১৫:৩৩
Share:

বন্দর এলাকায় অবৈধ নির্মানের বিরুদ্ধে এ বার থানায় স্মারকলিপি দিল কংগ্রেস। শনিবার বিকেলে একবালপুর মোড় অবরোধ ও একবালপুর থানা ঘেরাও করেন কংগ্রেস‌ কর্মীরা। তারপরে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি নেতা রাকেশ সিংহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডে পুলিশ ও শাসক দলের নেতা মন্ত্রীদের যোগসাজশে এলাকায় ৫৬ টি অবৈধ নির্মান চলছে। আমরা পুলিশকে স্মারকলিপি দিলাম, সাত দিনের মধ্যে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।’’ কলকাতা পুলিশের ডিসি (বন্দর) সুদীপ সরকার জানান, স্মারকলিপি দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

স্থানীয় বাসিন্দা এবং কংগ্রেসের একাংশের অভিযোগ, বন্দর এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে কোনও নিয়মকানুনের তোয়াক্কা করা হচ্ছে না। তার ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেও দাবি করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন