কিয়স্কেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এক কনস্টেবল। পাশে তাঁর সার্ভিস রিভলভার। মঙ্গলবার, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ঘটনা। পুলিশের অনুমান, চাঁদু মাণ্ডি (৪৮) নামে ওই কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হন। হাওড়ার বাসিন্দা চাঁদুবাবু শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন। পুলিশ জানায়,তাঁর পকেটে সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা— ‘দীর্ঘ দিন আমি অসুস্থ। মানসিক অবসাদে ভুগছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’