প্রতিবন্ধী-বান্ধব অ্যাপ নিয়ে তদন্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা প্রতিবন্ধীদের উপযোগী মোবাইল অ্যাপ তৈরি করেছে। কিন্তু বিষয়টি যথাযথ ভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় কোনও প্রাক্তন বিচারপতিকে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৪:৪৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা প্রতিবন্ধীদের উপযোগী মোবাইল অ্যাপ তৈরি করেছে। কিন্তু বিষয়টি যথাযথ ভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় কোনও প্রাক্তন বিচারপতিকে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

Advertisement

বিষয়টিতে নাম জড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মনোজিৎ মণ্ডলের। তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসএবিলিটি স্টাডিজ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অন্যতম কো-অর্ডিনেটর। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিও তিনি। বিশ্ববিদ্যালয়ের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটি-র সদস্য যীশু দেবনাথ মঙ্গলবার অভিযোগ করেন, এই অ্যাপ তৈরি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন মনোজিৎবাবু। প্রথমে প্রতিবন্ধীদের ক্যাম্পাসে ঘোরাফেরায় সুবিধার জন্য এই অ্যাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেন ওই শিক্ষক। পরে তিনি জানান, প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য নয়, নবাগত ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ। বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানান যীশুবাবুরা। মনোজিৎবাবুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সোমবারের বৈঠকে বিষয়টি ওঠে। ঠিক হয়, সেন্টার ফর ডিসএবিলিটি স্টাডিজ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অ্যাকাডেমিক কমিটিতে বিষয়টি তোলা হবে। সেখানেই তদন্তের সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘অ্যাপ নিয়ে যে-অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে কোনও প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত হয়েছে।’’ এ প্রসঙ্গে মনোজিৎবাবু বলেন, ‘‘তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন