কমিটি নিয়ে বিতর্ক

সল্টলেকে পুরনিগম তৈরির পরে দেড় বছর পেরিয়ে গিয়েছে। অথচ ৪১টি ওয়ার্ডের কোনওটিতেই ওয়ার্ড কমিটি গঠিত হয়নি। পুরসভা সূত্রে খবর, কমিটির মোট সদস্য সংখ্যা এবং কাউন্সিলর ও মেয়র মনোনীত সদস্য সংখ্যা কত হবে, তা নিয়ে রাজ্যের নির্দেশিকা এখনও মেলেনি।

Advertisement

কাজল গুপ্ত

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১২:০৫
Share:

সল্টলেকে পুরনিগম তৈরির পরে দেড় বছর পেরিয়ে গিয়েছে। অথচ ৪১টি ওয়ার্ডের কোনওটিতেই ওয়ার্ড কমিটি গঠিত হয়নি। পুরসভা সূত্রে খবর, কমিটির মোট সদস্য সংখ্যা এবং কাউন্সিলর ও মেয়র মনোনীত সদস্য সংখ্যা কত হবে, তা নিয়ে রাজ্যের নির্দেশিকা এখনও মেলেনি।

Advertisement

ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে সল্টলেকের ৪১ নম্বর ওয়ার্ডে। সেখানে ৫০ সদস্যের একটি নাগরিক কমিটি তৈরি হয়েছে। তাঁরা অঞ্চলেরই বাসিন্দা। তাঁরাই পুর পরিষেবা নিয়ে মানুষের দাবিদাওয়ার খোঁজ নেবেন, কাউন্সিলরকে জানাবেন, পরামর্শ দেবেন। স্থানীয়েরা বলছেন, নাগরিকেরা এগিয়ে এলে ভালই। কিন্তু তাঁরা পৌর-কাজে হস্তক্ষেপ করলে মানতে বাধ্য থাকার কথা নয়। কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি পুর প্রশাসনকে জানিয়েছি, সুরাহা হয়নি।’’ মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘নতুন পুরনিগম তৈরি হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারেই সেখানে ওয়ার্ড কমিটির গঠন নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।’’ বাসিন্দাদের বক্তব্য, পুরসভা ও রাজ্যে তো একই শাসক দল। তবে ওয়ার্ড কমিটির গঠন নিয়ে এত জটিলতা কেন? এ বিষয়ে পুর দফতরের প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন