শহরে ৭টি নতুন কন্টেনমেন্ট জ়োন

শহরে কন্টেনমেন্ট জ়োনের তালিকায় নতুন সাতটি জায়গা যুক্ত হল। এর ফলে কলকাতা পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা দাঁড়াল ২৪। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি।

শহরে কন্টেনমেন্ট জ়োনের তালিকায় নতুন সাতটি জায়গা যুক্ত হল। এর ফলে কলকাতা পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা দাঁড়াল ২৪।

Advertisement

গত ১০ জুলাই শহরের মোট ২৮টি এলাকাকে কন্টেনমেন্ট জ়োনের আওতাভুক্ত করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের নতুন তালিকায় তার মধ্যে থেকে ১১টি জায়গা বাদ গিয়েছে। তার পরিবর্তে আরও সাতটি নতুন এলাকা ওই কন্টেনমেন্ট জ়োনের তালিকাভুক্ত হয়েছে। ওই তালিকায় শহরের একাধিক আবাসন ছাড়াও রয়েছে বস্তি এলাকা এবং বহু বাড়ি।

পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকেরা জানিয়েছেন, তালিকায় সংযোজিত সাতটি নতুন কন্টেনমেন্ট জ়োন হল—ডোভার লেনের একটি আবাসন, শরৎ বসু রোডের দু’টি ভিন্ন এলাকায় দু’টি আবাসন, পোস্তা অঞ্চলের শিকদারপাড়া স্ট্রিটের চারটি বাড়ি, রাজা সন্তোষ রায় রোডের চারটি বহুতল, জাস্টিস চন্দ্রমাধব রোডের একটি আবাসন এবং পাহাড়পুর রোডের একাংশ।

Advertisement

মাত্র সাত দিন আগে শহরে কন্টেনমেন্ট জ়োনের নাম ঘোষণা করা হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, এর মধ্যেই হঠাৎ করে সেই এলাকার সংখ্যা কমল কী করে?

পুরসভার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের খবর পাওয়ার পরেই বাড়ি বাড়ি ঘুরে পুর কর্তৃপক্ষ যে ভাবে ‘মাইক্রো প্ল্যানিং’-এর পরিকল্পনা করেছেন, তাতেই সাফল্য এসেছে। তবে নতুন করে কিছু জায়গায় ফের সংক্রমণ হলে যাতে সেখানে কন্টেনমেন্ট জ়োন তৈরি করে আরও কড়া নজরদারি করা যায়, সেই ভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজ্য স্বাস্থ্য দফতরও এ দিকে নজর রেখেছে। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম

বলেন, ‘‘পুরনো তালিকা থেকে যে জায়গাগুলি বাদ দেওয়া হল, সেখান থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী গত দু’সপ্তাহে নতুন করে কেউ সংক্রমিত হননি। সেই কারণেই ওই জায়গাগুলিকে তালিকার বাইরে করা হচ্ছে। তবে নতুন করে সেখানে কেউ আক্রান্ত হলে ফের ওই এলাকা কন্টেনমেন্ট জ়োন হয়ে যাবে।’’

উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement