পড়ুয়াদের বিমা করাতে নির্দেশ কাউন্সিলের

কাউন্সিলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্কুল-প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য, দুর্ঘটনা ও ভ্রমণ সংক্রান্ত এক লক্ষ টাকার বিমা চালু করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০২:২৮
Share:

ফাইল চিত্র

স্কুলপড়ুয়াদের নামে স্বাস্থ্য, দুর্ঘটনা ও ভ্রমণ বিমা চালু করার নির্দেশ দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ, বিমার প্রিমিয়ামের বোঝা চাপতে চলেছে অভিভাবকদের উপরেই।

Advertisement

কাউন্সিলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্কুল-প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য, দুর্ঘটনা ও ভ্রমণ সংক্রান্ত এক লক্ষ টাকার বিমা চালু করতে হবে। স্কুলের উপরে সেই দায়িত্ব চাপলেও আখেরে প্রিমিয়ামের টাকা দিতে হবে অভিভাবকদের। তাঁদের বক্তব্য, এর ফলে নতুন করে প্রতি মাসে বেশ কিছু টাকার বোঝা চাপতে চলেছে।

আইসিএসই স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নবারুণ দে জানান, আগামী নভেম্বরে স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া (এসজিএফআই)-র খেলা শুরু হচ্ছে। সেখানে অংশ নিচ্ছে কাউন্সিল। বর্তমানে রাজ্য স্তরে তার খেলা চলছে। এর পরে হবে দেশীয় স্তরে খেলা। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত দল তৈরি হবে, যারা অংশ নেবে এসজিএফআই-এর খেলায়। ওই খেলার প্রধান শর্তই হল, পড়ুয়াদের নামে বিমা থাকতে হবে। তাই এ ক্ষেত্রে কাউন্সিল চাইছে, সব পড়ুয়ারই বিমা করিয়ে নেওয়া হোক। নবারুণবাবু জানান, এর ফলে তারাই আদতে উপকৃত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement