Fraud Case

একাধিক ভুয়ো নথি দেখিয়ে বহু টাকা ব্যাঙ্ক ঋণ, ধৃত দম্পতি

২০২২ সালে বৌবাজার থানা এলাকার এক মামলায় অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হল বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্না বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৭:৫৯
Share:

৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজত। —প্রতীকী চিত্র।

ভুয়ো নথি তৈরি করে একটি বাড়িকে নিজেদের সম্পত্তি হিসাবে দেখিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় ২৪ লক্ষ টাকা গৃহ ঋণ নেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ২০২২ সালে বৌবাজার থানা এলাকার এই মামলায় অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হল বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্না বন্দ্যোপাধ্যায়। রবিবার তাদের ৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে কলকাতার মুখ্য বিচারবিভাগীয় বিচারকের (সিজেএম) আদালত।

মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, এই প্রতারণার ঘটনায় এক দালাল এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের এক আইনজীবীও জড়িত। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরতলার বাসিন্দা বাসুদেব এবং স্বপ্না ওই দু’জনের সঙ্গে হাত মিলিয়ে এই যড়যন্ত্র করে। এগ্রিমেন্ট ফর সেল, পাওয়ার অব অ্যাটর্নি-সহ বিভিন্ন ভুয়ো নথি বানিয়ে ব্যারাকপুরের একটি বাড়িকে নিজেদের বলে দেখিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা গৃহ ঋণ নেয় ওই দম্পতি। কিন্তু দু’-তিনটি কিস্তি মেটানের পরে তারা আর ঋণ শোধ করেনি। এর পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন, যে সমস্ত নথি জমা দিয়ে ওই দম্পতি ঋণ নিয়েছে, সে সবই ভুয়ো। এমনকি, ব্যারাকপুরের বাড়িটিও তাদের নয়। এর পরেই বাসুদেব, স্বপ্না, ব্যাঙ্কের এক আইনজীবী এবং এক প্রোমোটার— এই চার অভিযুক্তের বিরুদ্ধে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়। শনিবার ওই দম্পতিকে ধরে পুলিশ।

এ দিন বাসুদেব এবং স্বপ্নাকে সিজেএম কোর্টে হাজির করা হলে সরকারি আইনজীবী অরূপ তদন্তের স্বার্থে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আর্জি জানান। সওয়াল শেষে আদালত দম্পতিকে ৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন