ফিরছে দুই আদালত

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এ বার থেকে বিধাননগর ও ব্যারাকপুর আদালতেই সেখানকার দেওয়ানি মামলার বিচার হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০২:৫০
Share:

ফাইল চিত্র

এত দিন বিধাননগর ও ব্যারাকপুর এলাকার দেওয়ানি মামলার বিচার হত শিয়ালদহ আদালতে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এ বার থেকে বিধাননগর ও ব্যারাকপুর আদালতেই সেখানকার দেওয়ানি মামলার বিচার হবে।

Advertisement

আইনজীবী প্রতীক ধর ও কৌস্তুভ বাগচী জানান, বর্তমানে শিয়ালদহ আদালতের তৃতীয় ও চতুর্থ বিচারক (জুনিয়র ডিভিশন) বিধাননগর ও ব্যারাকপুরের দেওয়ানি মামলাগুলি বিচারের দায়িত্বে আছেন। প্রথমে ১৯৯১ ও পরে ২০১৪ সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ওই দু’টি আদালতকে তাদের সংশ্লিষ্ট জায়গায় ফিরে যেতে হবে। শিয়ালদহের কয়েক জন আইনজীবী ওই বিজ্ঞপ্তির উপরে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। এ দিন বিচারপতি করগুপ্তের ডিভিশন বেঞ্চ বিধাননগর ও ব্যারাকপুরে ফিরে যেতে বলেছেন শিয়ালদহের দেওয়ানি বিভাগের তৃতীয় ও চতুর্থ আদালতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন