ক্ষতিপূরণ জানতে চায় কোর্ট

উড়ালপুল-কাণ্ডে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তা নিহতের পরিজন ও আহতদের মুখ থেকেই শুনতে চায় কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মর্মে রাজ্য সরকারকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫
Share:

উড়ালপুল-কাণ্ডে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তা নিহতের পরিজন ও আহতদের মুখ থেকেই শুনতে চায় কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মর্মে রাজ্য সরকারকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে নির্দেশ দিয়েছে আদালত। আদালত চায়, উড়ালপুল ভাঙা নিয়ে জনস্বার্থের মামলা চলাকালীন নিহতদের পরিজন ও আহতেরা আদালতে হাজির হয়ে জানান, তাঁরা কত ক্ষতিপূরণ পেয়েছেন।গত ৩১ মার্চ বিবেকানন্দ রোডের উড়ালপুল ভেঙে ২১ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন। উড়ালপুল ভেঙে পড়ার কারণ, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি তুলে জনস্বার্থে তিনটি মামলা দায়ের হয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার ওই মামলার শুনানি ছিল।

Advertisement

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরকারি আইনজীবী (জিপি) অভ্রতোষ মজুমদারের কাছে জানতে চান, রাজ্য ক্ষতিপূরণ বাবদ কত টাকা দিয়েছে। আইনজীবী জানান, নিহতদের পরিজনদের ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের দু’লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের এক লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, নিহত ও আহতের কতজন ক্ষতিপূরণ পেয়েছেন। আইনজীবী জানান, এ ব্যাপারে বিশদে জেনে তিনি আদালতে জানাবেন। এর পরেই রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement