Calcutta High Court

Covid-19: এত কম কেন! রাজ্যে প্রথম সারির কোভিড যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, প্রথম সারির কোভিড যোদ্ধার মৃত্যুর ১৮০টি ঘটনায় ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৫:২৭
Share:

কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।

রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে প্রথম সারির কোভিড যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা শুনে সংশয় প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। কোভিড নিয়ে জনস্বার্থ মামলার শুনানির সময় বৃহস্পতিবার রাজ্যের দেওয়া হিসেব শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির রাজেশ বিন্দলের প্রশ্ন, ‘‘এত কম? কোথাও কি সমন্বয়ের কোনও অভাব আছে?’’

কোভিড সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘প্রথম সারির কোভিড যোদ্ধার মৃত্যুর ১৮০টি ঘটনায় ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এবং সব মিলিয়ে ৩০,৮৯৩ জন আক্রান্তের আবেদন জমা পড়েছে।’’

Advertisement

ওই একই মামলায় বৃহস্পতিবার রাজ্যের টিকাকরণ নিয়েও একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, ‘‘এক দিনে কত জনকে টিকা দেওয়ার ক্ষমতা আছে রাজ্যের? এই কাজে রাজ্য কত জনকে নিযুক্ত করতে পারবে? শারীরিক ভাবে অক্ষম, বা মানসিক ভারসাম্যহীনদের টিকা দেওয়ার বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে? বর্তমানে এক দিনে কতজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে?’’

২৫ অগস্টের মধ্যে এই সব প্রশ্নের উত্তর রাজ্যের কাজে জানতে চেয়েছে আদালত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন