Biman Bose

অসুস্থ বিমান বসু, রাত থেকে জ্বর, ঝুঁকি না-নিয়ে প্রবীণ সিপিএম নেতাকে ভর্তি করানো হল হাসপাতালে

সোমবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিমান বসু। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ সিপিএম নেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও সংক্রমণ থেকে জ্বর কি না, মঙ্গলবার তা পরীক্ষা করে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১১:২০
Share:

বিমান বসু। —ফাইল চিত্র।

হঠাৎই অসুস্থ বিমান বসু। প্রবীণ এই সিপিএম নেতাকে সোমবার রাতেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁর জ্বর হয়েছিল। কিন্তু রাতে জ্বর না-কমায় বিমানকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও সংক্রমণ থেকে জ্বর কি না, মঙ্গলবার তা পরীক্ষা করে দেখা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। মালদহ থেকে শরীর খারাপ হয় তাঁর। সোমবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে নামেন তিনি। আলিমুদ্দিনে তাঁকে দেখে যান সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রসঙ্গত, সূর্যকান্ত চিকিৎসকও বটে। কিন্তু সন্ধ্যার দিকেও জ্বর না-কমায় সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান। চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। অনেক বুঝিয়ে বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে বিমানকে দেখে আসেন সেলিম-সহ দলের অন্য নেতারা।

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চা খেয়ে খবরের কাগজগুলিতে চোখ বুলিয়েছেন বিমান। বেলার দিকে জলখাবারও খেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement