পাইপে ফাটল

পানীয় জলের পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় দিনভর বিঘ্নিত হল সরবরাহ। সোমবার, গরফায়। তবে কলকাতা পুরসভা জানিয়েছে, আজ, মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। পুরসভার ডিজি (জল সরবরাহ) বিভাস মাইতি জানান, গরফা বুস্টার পাম্পিং স্টেশন থেকে যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ হয়, সেখানে ফাটল ধরায় জলের চাপ কমে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:১৬
Share:

পানীয় জলের পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় দিনভর বিঘ্নিত হল সরবরাহ। সোমবার, গরফায়। তবে কলকাতা পুরসভা জানিয়েছে, আজ, মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। পুরসভার ডিজি (জল সরবরাহ) বিভাস মাইতি জানান, গরফা বুস্টার পাম্পিং স্টেশন থেকে যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ হয়, সেখানে ফাটল ধরায় জলের চাপ কমে গিয়েছে। ফলে এ দিন সরবরাহ চালু থাকলেও পর্যাপ্ত জল পাননি এলাকাবাসী। তিনি জানান, পুরকর্মীরা ফাটল মেরামতির কাজ শুরু করেছেন। মঙ্গলবার সকালের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement