দ্রুত তদন্ত করছে শিয়ালদহ জিআরপি

রেল পুলিশ সূত্রের খবর, অস্ত্র আইনে কিংবা ডাকাতির আগেই গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শেষ করে ১৪ দিনে আদালতে চার্জশিট দিচ্ছে শিয়ালদহ রেল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০১:৫৮
Share:

প্রতীকী ছবি।

রেল পুলিশের বিরুদ্ধে তদন্তে ঢিলেমি বা গাফিলতির অভিযোগ নতুন নয়। এর জন্য মাঝেমধ্যেই আদালতের কাছে তিরস্কৃত হতে হয়েছে তদন্তকারীদের। কিন্তু সেই ধারায় এ বার বদল আনতে চাইছে শিয়ালদহ রেল পুলিশ।

Advertisement

রেল পুলিশ সূত্রের খবর, অস্ত্র আইনে কিংবা ডাকাতির আগেই গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শেষ করে ১৪ দিনে আদালতে চার্জশিট দিচ্ছে শিয়ালদহ রেল পুলিশ। দুষ্কৃতীরা যাতে তদন্তে দেরির সুযোগে সহজে জামিন না পায়, তার জন্যই এই ব্যবস্থা। গত সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ৪২টি মামলায় প্রায় ৩০০ দুষ্কৃতীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন শিয়ালদহ রেল পুলিশ। এর মধ্যে ১০টির বেশি মামলায় শুনানিও শুরু হয়েছে। বাকিগুলি চার্জ গঠনের অপেক্ষায়। তদন্তকারীরা জানিয়েছেন, ইউএপিএ ধারায় মামলা ছাড়া বাকি ফৌজদারি মামলায় গ্রেফতারের ৯০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নিয়ম। কিন্তু ডাকাতির আগেই গ্রেফতার হওয়া কিংবা অস্ত্র আইনের মতো মামলার ক্ষেত্রে বেশির ভাগ সময় তা মানা হয় না বলেই অভিযোগ। রেল পুলিশের এক কর্তার দাবি, এখন দুষ্কৃতীদের গ্রেফতার করার দু’সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করে চার্জশিট দেওয়া হচ্ছে।

শিয়ালদহ রেল পুলিশের এলাকার মধ্যে রয়েছে শিয়ালদহ স্টেশনের উত্তর এবং দক্ষিণ শাখার ১৯টি প্ল্যাটফর্ম। পার্ক সার্কাস স্টেশনও শিয়ালদহ রেল পুলিশের আওতায়। দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে অভিযোগ ছিল ওই এলাকার নিত্যযাত্রীদের। অভিযুক্তদের গ্রেফতার করা হলেও অপরাধ কমেনি বলে তাঁদের অভিযোগ। রেল পুলিশের একাংশ জানান, শিয়ালদহ রেল পুলিশের এলাকায় ঘটা অপরাধ কমাতে গত বছর বৈঠক করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানেই ঠিক হয়, দ্রুত মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে। সেই মতো শিয়ালদহ রেল পুলিশের আইসি-র নির্দেশে অস্ত্র আইন, ডাকাতির চেষ্টা এবং চুরির মতো ঘটনার দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া শুরু করেন তদন্তকারীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন