আচমকা ট্রিগারে হাত লেগে গুলি, জখম জওয়ান

গুলিতে জখম কেরলের বাসিন্দা, ৯২ ব্যাটালিয়নের জওয়ান পর্ণশ্রী থানার পুলিশকে জানিয়েছেন, সোমবার সকাল ৭টা বেজে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৯ ০১:৩৯
Share:

জখম: হাসপাতালে সেই জওয়ান। সোমবার, এসএসকেএমে। নিজস্ব চিত্র

সকালে ঘুম থেকে উঠে যে যাঁর মতো জিনিসপত্র গোছাচ্ছিলেন। হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেয়ে ছোটাছুটি শুরু করেন সকলেই। সোমবার সকালে বেহালার পর্ণশ্রী বিদ্যামন্দিরের একটি ঘরের মধ্যে সহকর্মীরা ছুটে এসে দেখেন, বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। শরৎ পি সি নামে ওই আহত জওয়ানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের ডিউটির জন্য সপ্তাহ খানেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বেহালার পর্ণশ্রী বিদ্যামন্দিরে থাকছেন। গুলিতে জখম কেরলের বাসিন্দা, ৯২ ব্যাটালিয়নের জওয়ান পর্ণশ্রী থানার পুলিশকে জানিয়েছেন, সোমবার সকাল ৭টা বেজে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। নিজের ইনসাস রাইফেলটি গোছানোর সময়ে আচমকা ট্রিগারে হাত লেগে যায় তাঁর। গুলির আঘাতে ওই জওয়ানের বাঁ পা গুরুতর ভাবে জখম হয়। ঘটনার পরেই আহত জওয়ানকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পর্ণশ্রী থানা এলাকার পুলিশ এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতের বয়ান নেন। এ দিন দুপুরে পর্ণশ্রী বিদ্যামন্দিরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটক বন্ধ। আওয়াজ দিলে এক জওয়ান গেট খুললেও এ দিনের ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘এ দিন সকালে বিকট শব্দ শুনেই আমরা চমকে উঠি। স্কুলের গেট বন্ধ থাকায় কিছু বুঝতে পারিনি।’’ ওই বাসিন্দা জানান, পরে এক জওয়ানকে গাড়িতে করে নিয়ে যেতে দেখেন তাঁরা।

এ দিন দুপুরে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত জওয়ানকে ট্রলির উপরে কাতরাতে দেখা যায়। বাঁ পা পুরোপুরি ব্যান্ডেজ করানো হয়েছে। ওই পায়ের এমআরআই-ও করানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁকে কিছু দিন হাসপাতালে থাকতে হবে। এসএসকেএমের সুপার রঘুনাথ মিশ্র বলেন, ‘‘রোগী অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর বাঁ পায়ের গোড়ালির উপরে গুলি লেগেছে। রোগীর অবস্থা এখন স্থিতিশীল বলা যেতে পারে। রাতে অস্ত্রোপচার হবে।’’ হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচার করে গুলিটি বার করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন