বিপজ্জনক বাড়ির বিল

কাল, শুক্রবার রাজ্য বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিপজ্জনক বাড়ি সংক্রান্ত সংশোধনী বিল পেশ হতে পারে। বুধবার এ কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বিলে যোগ হবে নতুন ধারা ৪১২এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০১:১০
Share:

কাল, শুক্রবার রাজ্য বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিপজ্জনক বাড়ি সংক্রান্ত সংশোধনী বিল পেশ হতে পারে। বুধবার এ কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বিলে যোগ হবে নতুন ধারা ৪১২এ। তাতে রয়েছে, যে সব বিপজ্জনক বাড়ি এলাকার পক্ষে ক্ষতিকর এবং যা ভেঙে পড়লে জীবনহানি হতে পারে, সেই সব বাড়ি ভেঙে ফেলার অধিকার দেওয়া হবে পুর প্রশাসনকে। বিপজ্জনক বাড়ি ভেঙে নতুন বাড়ি গড়ার সুযোগ প্রথমে দেওয়া হবে মালিককে। তিনি রাজি না হলে অকুপায়ারদের (যাঁরা বাড়িতে থাকেন) সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তাঁরাও গররাজি হলে পুর প্রশাসন তৃতীয় কোনও সংস্থাকে দিয়ে তা করাতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন