Kolkata News

সাতসকালে কলকাতার ফুটপাতে মিলল তরুণীর মৃতদেহ

ফুটপাথে অনেকেই শুয়ে থাকেন। তাই প্রথমটায় মনে হয়েছিল, কেউ শুয়েই আছেন। কিন্তু তার মধ্যেই পড়ে থাকা ওই তরুণীর হাতের ভঙ্গি দেখে সন্দেহ হয় এক পথচারীর। একটু ঝুঁকে তিনি দেখেন, গলায় রয়েছে দাগও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ১৬:১৪
Share:

এখান থেকেই উদ্ধার হয় তরুণীর দেহ। নিজস্ব চিত্র।

ফুটপাথে অনেকেই শুয়ে থাকেন। তাই প্রথমটায় মনে হয়েছিল, কেউ শুয়েই আছেন। কিন্তু তার মধ্যেই পড়ে থাকা ওই তরুণীর হাতের ভঙ্গি দেখে সন্দেহ হয় এক পথচারীর। একটু ঝুঁকে তিনি দেখেন, গলায় রয়েছে দাগও। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনদের ডাকেন। দ্রুত স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে ওই তরুণীর দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রিপন স্ট্রিট ও আলিমুদ্দিন স্ট্রিটের সংযোগস্থলের কাছে এজেসি বো়স রোডের ফুটপাথে একটি গাছের তলায় বছর পঁচিশের ওই তরুণীকে প়়ড়ে থাকতে দেখা যায়। পরনে ছিল সালোয়ার-কামিজ। তার ওপরে একটি কাঁথা জড়ানো। ডানদিকে চেপে শুয়ে ছিলেন ওই তরুণী। প্রথমে অনেকেরই সন্দেহ হয়নি। ওই ঘটনাস্থলের অদূরেই রয়েছে একটি হোটেল। ওই হোটেলের ম্যানেজার সৌমেন মিত্র জানান, সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর হোটেলে বসবাসকারী এক বিদেশী বেরিয়ে ডানদিকে মাদার হাউসে প্রার্থনার উদ্দেশ্যে চলে যান। তিনিও তখন ওই জায়গায় কিছু দেখেননি।

এরপর সাড়ে সাতটা নাগাদ স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশে খবর দেন। লোকজনের ভি়ড় দেখে বাইরে বেরিয়ে আসেন হোটেল মালিকও। পুলিশ দেহটি উদ্ধার করে প্রথম কলকাতা ন্যাশানাল মেডিক্যাল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। এরপরেই ময়না তদন্তের জন্য দেহ কাঁটাপুকুর মর্গে পাঠানো হয়। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই ওই তরুণীর মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক ভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছন লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসারেরা। তাঁরা ঘটনাস্থল সম্পূর্ণ তদারকি করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। দুপুরের দিকে নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। তরুণীর দেহের ওপর থেকে উদ্ধার হওয়া কাঁথাটিকে ফের ঘটনাস্থলে বিছিয়ে দেওয়া হয়। পুলিশ কুকুরকে দিয়ে কাঁথাটির গন্ধ শুঁকিয়ে ঘটনাস্থলের আশপাশে তার গতিবিধি লক্ষ্য করেন অফিসারেরা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কাছের হোটেলটিতে সিসিটিভি থাকলেও বিকল। তাই রাস্তায় থাকা ট্রাফিকের সিসিটিভি এবং আশপাশের অন্য সিসিটিভিগুলির ফুটেজ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চলছে।

আরও পড়ুন: বর্ষায় সেচের কাজ নয়, সতর্ক করলেন মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন