বেলেঘাটায় বিধ্বংসী আগুনের গ্রাসে পর পর ৩ কারখানা

বিধ্বংসী আগুনের কবলে বেলেঘাটা মেইন রোডের তিনটি কারখানা। আগুন এতটাই ছড়িয়েছে যে দমকলের ২০টি ইঞ্জিন পাঠাতে হয়েছে ঘটনাস্থলে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ২০:২৮
Share:

কারখানার ভিতরে এখনও লেলিহান শিখা।— নিজস্ব চিত্র।

বিধ্বংসী আগুনের কবলে বেলেঘাটা মেইন রোডের তিনটি কারখানা। আগুন এতটাই ছড়িয়েছে যে দমকলের ২০টি ইঞ্জিন পাঠাতে হয়েছে ঘটনাস্থলে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে পৌঁছেছে র‌্যাফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে ১৩০ বেলেঘাটা মেইন রোডের দাস ফাইবার বলে একটি কারখানায় প্রথমে আগুন লাগে। ঐ কারখানায় বেশ কিছু দাহ্য রাসায়নিক থাকায় আগুন হু হু করে ছড়ায়। খুব ঘিঞ্জি এলাকায় পর পর অনেকগুলি কারখানা থাকায় দমকল কর্মীরা সহজে আগুন আয়ত্তে আনতে পারেননি। আগুন ছড়িয়ে পড়ে দাস ফাইবারের লাগোয়া আরও দু’টি কারখানায়। অগ্নিকাণ্ড এমনই ভয়ঙ্কর চেহারা নিয়েছে যে বেলেঘাটা মেইন রোডে আপাতত যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। কতক্ষণে আগুন আয়ত্তে আসবে আঁচ করতে পারছেন না দমকল কর্মীরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন