বারোতলা থেকে পড়ে মৃত্যু

পুলিশ সূত্রের খবর, নন্দরাম মার্কেট লাগোয়া কাশীরাম মার্কেটের দোতলায় এবং পাঁচতলায় অবিনাশের বাবা সুরেশ অগ্রবালের দু’টি দোকান রয়েছে। সেই দোকান দু’টি মূলত অবিনাশই চালাতেন। কিন্তু এ দিন তিনি কখন ছাদে উঠে গিয়েছিলেন, তা আশপাশের কেউ দেখেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০১:৫৩
Share:

প্রতীকী ছবি।

বারোতলা বাজারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার, বড়বাজারের নন্দরাম মার্কেটের সামনে। মৃতের নাম অবিনাশ অগ্রবাল (৩২)। বাড়ি লেক টাউনে।

Advertisement

ওই অঞ্চলের ব্যবসায়ীরা জানান, বিকেলে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ শুনে গিয়ে তাঁরা দেখেন, এক যুবক পড়ে, রক্তে ভেসে যাচ্ছে চার দিক। পুলিশ জানায়, দ্রুত পুলিশের অ্যাম্বুল্যান্সে অবিনাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। তবে কোনও সুইসাইউ নোট মেলেনি।

পুলিশ সূত্রের খবর, নন্দরাম মার্কেট লাগোয়া কাশীরাম মার্কেটের দোতলায় এবং পাঁচতলায় অবিনাশের বাবা সুরেশ অগ্রবালের দু’টি দোকান রয়েছে। সেই দোকান দু’টি মূলত অবিনাশই চালাতেন। কিন্তু এ দিন তিনি কখন ছাদে উঠে গিয়েছিলেন, তা আশপাশের কেউ দেখেননি।

Advertisement

বাজারের ছাদের দরজা কি সব সময়ে খোলাই থাকে? কোনও নিরাপত্তারক্ষী থাকেন না সেখানে? এ দিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, ছাদের দরজা বন্ধ রয়েছে। তবে দোকানদারদের বক্তব্য, অবিনাশের মৃত্যুর পরেই ছাদের দরজা বন্ধ করা হয়েছে। না হলে অনেক সময়েই তা খোলা থাকে। যদিও ছাদে দরজা খোলা কেন ছিল, তা নিয়ে মার্কেটের মালিক পক্ষ কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement