বিভেদ ভুলে একের পাশে অন্য

দেগঙ্গা থানার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের জুয়ারিয়া গ্রামের মাঠে হাজরাতলা মন্দির। মুসলমানদের সেই মাঠে তাই হিন্দুদের পার্বণ হতো। দুই সম্প্রদায় যোগ দিতেন চড়কেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১২:৩২
Share:

প্রতীকী ছবি।

বাদুড়িয়া-বসিরহাটের গোলমালই যেন চোখ খুলে দিল। তাই দীর্ঘদিনের জমি-জট মিটল নিমেষে। এক পক্ষ উৎসব করতে মাঠ ছেড়ে দিলেন। অন্য পক্ষ দিলেন রাস্তার জন্য জমি। বুধবার হিন্দু-মুসলমান সম্প্রীতির এই দৃশ্য দেখা গেল দেগঙ্গা রেজিস্ট্রি অফিসে।

Advertisement

দেগঙ্গা থানার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের জুয়ারিয়া গ্রামের মাঠে হাজরাতলা মন্দির। মুসলমানদের সেই মাঠে তাই হিন্দুদের পার্বণ হতো। দুই সম্প্রদায় যোগ দিতেন চড়কেও। মুসলমান পাড়া থেকে সদর রাস্তায় যেতে হয় হিন্দুদের জমি পেরিয়ে। বছর কয়েক আগে দুই সম্প্রদায়ের বিবাদে মাঠে হিন্দুদের উৎসব করতে বাধা দেন মুসলমানেরা। হিন্দুরাও তাঁদের জমি দিয়ে মুসলমানদের যাতায়াত বন্ধ করে দেন।

যদিও বাদুড়িয়ার গোলমালের ছায়া নেই দেগঙ্গায়। অশান্তি রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন দুই সম্প্রদায়ের মানুষ। এর পরেই তাঁরা আলোচনা করেন, মাঠ আর রাস্তা নিয়ে বিবাদের অবসান দরকার। সেই মতো উৎসবের জন্য চার শতক জমির মাঠ কাগজে কলমে হিন্দুদের দিয়ে দেন শফিক গাজিরা। মুসলমানদের যাতায়াতের জন্য দুই শতক জমি ছেড়ে দেন শশবিন্দু মণ্ডলরাও।

Advertisement

চাঁপাতলার উপপ্রধান জাহাঙ্গির হোসেন বলেন, ‘‘ওই জমি নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে নানা ঝামেলা ছিল। সবাই এক জোট হয়ে যা করলেন সেটাতেই আনন্দ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement