Examination

দ্রুত রিভিউয়ের দাবি নিয়ে উচ্চ মাধ্যমিক অফিসে

অভিভাবকদের দাবি, ৩১ জুলাই মার্কশিট পাওয়ার পরে নয়। তার আগেই স্কুলে মার্কশিট পাঠিয়ে অকৃতকার্য সব পরীক্ষার্থীর খাতা দ্রুত রিভিউ করার ব্যবস্থা করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০২:৫২
Share:

প্রতীকী ছবি

তাদের খাতা ঠিক মতো দেখা হয়নি। মঙ্গলবার সল্টলেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের গেটের সামনে জড়ো হয়ে এমনই অভিযোগ জানাল টালিগঞ্জের অশোকনগর হাইস্কুলের কয়েক জন অকৃতকার্য ছাত্র এবং তাদের অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, ৩১ জুলাই মার্কশিট পাওয়ার পরে নয়। তার আগেই স্কুলে মার্কশিট পাঠিয়ে অকৃতকার্য সব পরীক্ষার্থীর খাতা দ্রুত রিভিউ করার ব্যবস্থা করতে হবে। সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেন, ‘‘ওই পরীক্ষার্থীদের নম্বর স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা চাইলে নিয়ম মেনে রিভিউ করাতেই পারে।’’

Advertisement

স্কুলের টিচার ইন-চার্জ সুতনু দাস অবশ্য দাবি করেছেন, ইচ্ছাকৃত ভাবে তাঁদের স্কুলের বদনাম করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমাদের স্কুলে মোটেও ১৩০ জন ফেল করেনি। ১২ জন রেগুলার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কম্পার্টমেন্টাল পেয়েছে ৪৮ জন। সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে।’’ যদিও এক অভিভাবক রাজেশ গুপ্ত বলেন, ‘‘সোমবার স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিল ১০০ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। ওরা অকৃতকার্য হয়েছে বলেই তো বিক্ষোভ দেখিয়েছিল। স্কুল কর্তৃপক্ষও কিছু কিছু তথ্য ঠিক বলছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন