আলিপুরে ভেঙে পড়ল জীর্ণ বাড়ি, জখম ২

দক্ষিণ কলকাতায় পুরনো বাড়ির বড় অংশ ভেঙে পড়ে জখম হলেন অন্তত দু’জন। সোমবার দুপুরে আলিপুরের ১৩ নম্বর ব্রাউনফিল্ড রো-তে এই দুর্ঘটনা ঘটেছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি অনেক দিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৩:২৮
Share:

বাড়ি ভাঙার পর জটলা আলিপুরের ব্রাউনফিল্ড রো-তে। —নিজস্ব চিত্র।

দক্ষিণ কলকাতায় পুরনো বাড়ির বড় অংশ ভেঙে পড়ে জখম হলেন অন্তত দু’জন। সোমবার দুপুরে আলিপুরের ১৩ নম্বর ব্রাউনফিল্ড রো-তে এই দুর্ঘটনা ঘটেছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি অনেক দিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। এ দিন তার কার্নিশ-সহ বড় একটি অংশ ভেঙে পড়ে। জখমদের আঘাত গুরুতর। তবে প্রাণের আশঙ্কা নেই বলে জানা গিয়েছে।

Advertisement

বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার উদ্ধারকারী দল। বাড়িটির জীর্ণ অংশ আজই ভেঙে ফেলা হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement