পাইপ সরানোর কাজের জন্য আজ বন্ধ থাকবে জল

ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পথের একটি অংশে সুবোধ মল্লিক স্কোয়ারে সুড়ঙ্গে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন শ্যাফ্‌ট তৈরি করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০২:০০
Share:

কর্মকাণ্ড: এই পাইপলাইনে কাজের জেরেই বন্ধ থাকবে জল। শুক্রবার, সুবোধ মল্লিক স্কোয়ারে। নিজস্ব চিত্র

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য সুবোধ মল্লিক স্কোয়ারে জলের পাইপলাইন সরাতে হবে। সেই কাজের জন্য আজ, শনিবার সকাল থেকে কাল, রবিবার সকাল পর্যন্ত উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা হলেও দুপুরের পর থেকে তা বন্ধ থাকবে।

Advertisement

পুরসভা জানিয়েছে, পাইপলাইন সরানোর কাজের জন্য টালা পাম্পিং স্টেশন, জোড়াবাগান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছাড়াও মহম্মদ আলি পার্ক, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, অকল্যান্ড স্কোয়্যার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টি, কনভেন্ট পার্ক-সহ একাধিক এলাকার বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা সম্ভব হবে না। জল বন্ধ থাকবে সল্টলেক এবং দক্ষিণ দমদম পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দক্ষিণ কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০ এবং ৯১ নম্বর ওয়ার্ডেও ব্যাহত হবে সরবরাহ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পথের একটি অংশে সুবোধ মল্লিক স্কোয়ারে সুড়ঙ্গে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন শ্যাফ্‌ট তৈরি করা হবে। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধারের জন্য বিশেষ সিঁড়িও তৈরি করা হবে ওই জায়গায়। শ্যাফ্‌টটির গভীরতা হবে প্রায় ২৫ মিটার। সম্প্রতি ওই কাজ শুরু করতে গিয়ে দেখা যায়, ভেন্ট শ্যাফ্‌টের এলাকার মধ্যে একটি ৫০০ মিলিমিটার এবং আর একটি ৯০০ মিলিমিটার ব্যাসের পাইপ রয়েছে। ৫০০ মিলিমিটারের পাইপলাইনটি ইতিমধ্যে সরানো সম্ভব হলেও ৯০০ মিলিমিটারের পাইপটি এখনও পর্যন্ত সরানো যায়নি। সেটি রয়েছে মাটির প্রায় ১০ ফুট নীচে। ওই পাইপটিকে সরাতে হবে ২০ ফুট। সে কারণে পাইপলাইনের একটি অংশে ভাল্‌ভ লাগানোর জন্য জল সরবরাহ বন্ধ করতে হবে। পাইপলাইন সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই ভাল্‌ভ চালু করা যাবে না।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জল বন্ধ যেখানে

• উত্তর কলকাতা
• মধ্য কলকাতা
• দক্ষিণ দমদম
• সল্টলেক
• দক্ষিণ কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ড

এ প্রসঙ্গে জানতে চাইলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এক আধিকারিক বলেন, ‘‘৯০০ মিলিমিটার ব্যাসের পাইপলাইন সরানোর বিষয়টি নিয়ে পুরসভার সঙ্গে আমাদের একাধিক বার আলোচনা হয়েছে। পুর কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই ওই কাজ হচ্ছে। আমরা তাঁদের সঙ্গে সব রকম সমন্বয় রাখছি।’’

সূত্রের খবর, শনিবার রাতের মধ্যেই পাইপলাইন সরানোর কাজ শেষ হওয়ার কথা। এ জন্য বিদ্যুতের কেব্‌ল সংযোগের তার সরানোর কাজ আগেই করে ফেলেছে পুরসভা। যন্ত্রপাতি এনে আজ সকাল থেকে বিভাগীয় আধিকারিদের তত্ত্বাবধানে ওই পাইপ সরানোর কাজ করা হবে। পাশাপাশি, অন্য কয়েকটি পাইপলাইনে ছিদ্র মেরামতির কাজও সেরে ফেলা হবে বলে খবর। সেই কাজও নির্দিষ্ট সময়ে শেষ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন