Calcutta News

মাদকাসক্তদের দখলে গঙ্গার সজ্জিত পাড়

কয়েক কোটি টাকা ব্যয়ে বাবুঘাট থেকে মিলেনিয়াম ঘাট পর্যন্ত গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের কাজ হয়েছে। কিন্তু মিলেনিয়াম ঘাটের পরে মল্লিকঘাট থেকে সুদূর বাগবাজার ঘাট পর্যন্ত গঙ্গাপাড়ে সৌন্দর্যায়নের কাজ এখনও হয়নি।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০২:১৯
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় বে়ড়াতে এসে এমন অভিজ্ঞতা হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। অভিযোগ, দিন কয়েক আগে মল্লিকঘাট ফুলবাজারে এক বিদেশিনি বেড়াতে এসে এক দল মত্ত যুবকের আক্রমণের মুখে পড়েন। কোনও রকমে রক্ষা পান তিনি।

Advertisement

কেবল ওই বিদেশিনিই নন, সৌন্দর্যায়ন হওয়া গঙ্গাপাড় এলাকায় বে়ড়াতে এসে এমনই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে অনেককেই। অভিযোগ, উত্তর বন্দর থানা এলাকার মল্লিকঘাট ফুলবাজার, চক্ররেলের আশপাশ-সহ জগন্নাথ ঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত গঙ্গাপাড় লাগোয়া এলাকায় মাদকাসক্তদের উপদ্রব দিন দিন বেড়ে যাচ্ছে। সমস্যার সমাধানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে উত্তর বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশকে বলা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি।

কয়েক কোটি টাকা ব্যয়ে বাবুঘাট থেকে মিলেনিয়াম ঘাট পর্যন্ত গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের কাজ হয়েছে। কিন্তু মিলেনিয়াম ঘাটের পরে মল্লিকঘাট থেকে সুদূর বাগবাজার ঘাট পর্যন্ত গঙ্গাপাড়ে সৌন্দর্যায়নের কাজ এখনও হয়নি। অভিযোগ, গঙ্গাপাড়ের এই সমস্ত এলাকায় মাদকাসক্তদের অত্যাচারে সাধারণ মানুষের পথ চলাই দুষ্কর হয়ে পড়েছে। কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ মিত্র নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাস কয়েক আগে উত্তর বন্দর থানায় চিঠি লিখেছিলেন। পার্থবাবু বলেন, ‘‘মাদকাসক্ত যুবকদের অত্যাচার এতটাই বেড়েছে যে রাজারঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত গঙ্গাপাড়ে পা রাখাই মুশকিল। লঞ্চে করে উত্তর কলকাতার বিভিন্ন ঘাট থেকে গঙ্গা পার হওয়ার সময় অনেক যাত্রীকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। তাঁরাও একাধিক বার নালিশ করেছেন।’’ পার্থবাবুর অভিযোগ, ‘‘পুলিশকে বলে লাভ হয়নি। রাজারঘাট থেকে বটতলা ঘাট পর্যন্ত নেশাখোরদের উৎপাত কিছুটা কমলেও লঞ্চঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত উৎপাত বেড়েছে।’’ পার্থবাবু বলেন, ‘‘উত্তর কলকাতার গঙ্গাপাড় এলাকায় কড়া নজরদারি বাড়াতে পুলিশকে ফের চিঠি দেব।’’

Advertisement

মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার, ডিসি (বন্দর) ও উত্তর বন্দর থানার ওসিকে চিঠি লেখা হয়েছে। ওই সংস্থার সাধারণ সম্পাদক, অনিলকুমার গুপ্ত মল্লিকঘাট ফুলবাজার এলাকায় কলকাতা পুরসভার একটি শৌচাগার লিজ নিয়েছেন। অনিলবাবুর অভিযোগ, ‘‘উত্তর বন্দর থানা এলাকার লোহাঘাট, মল্লিকঘাট ফুলবাজার ও আর্মেনিয়ান ঘাটে মাদকাসক্তেরা সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকি তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারধরেরও অভিযোগও রয়েছে।’’ এ জন্য পুলিশকেই দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘থানায় নালিশ করলেও বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ ওই যুবকদের থানায় নিয়ে গিয়ে আটক করে ফের ছেড়ে দেয়। ফলে ফের তারা এলাকায় থেকে অত্যাচার চালায়।’’

অভিযোগ অস্বীকার করে ডিসি (বন্দর) ওয়াকার রাজা বলেন, ‘‘মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। নতুন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন