প্রবেশমূল্য বাড়ল ভিক্টোরিয়ায়

ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানের প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০১:৩৭
Share:

ভিক্টোরিয়া মেমোরিয়ালের দেখভালের জন্যই মূলত প্রবেশমূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রবেশমূল্য বেড়েছে। কিন্তু দর্শকদের উৎসাহে ঘাটতি পড়েনি। এমনটাই জানাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। বরং অন্য দিনের তুলনায় শুক্রবার বেশি টিকিটই বিক্রি হয়েছে বলে ভিক্টোরিয়া সূত্রের খবর।

Advertisement

এ দিন থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানের প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা। কিন্তু তাতে দর্শক সংখ্যার উপরে প্রভাব পড়েনি। শুক্রবার শুধু উদ্যানের দর্শক সংখ্যা ছিল ২,২৫৫। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। ভিক্টোরিয়ার কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘এই সময়ে দু’-আড়াই হাজার দর্শক আসেন। ফলে সেই বিচারে বর্ধিত প্রবেশমূল্য কোনও প্রভাব ফেলেনি।’’

প্রসঙ্গত, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যান ৫৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। সেটির দেখভালের জন্য সতর্ক থাকতে হয় কর্তৃপক্ষকে। মূলত তার জন্যই প্রবেশমূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, মিউজিয়ামের প্রবেশমূল্য সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধীরা অবশ্য বিনামূল্যে মিউজিয়ামে ঢুকতে পারবেন। জয়ন্তবাবুর কথায়, ‘‘ভিক্টোরিয়ার তরফেই মন্ত্রকের কাছে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। তা গৃহীত হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement