State news

নকল কাগজ বানিয়ে অন্যের বাড়ি বিক্রি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করা হতে পারে টের পেয়েই তিনি পালাবার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, অনুপমের বাবা অসুস্থ। তিনি দিল্লিতে রয়েছেন। বাবাকে দেখে ফেরার সময় বিমানবন্দরে নামলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৩:৪৫
Share:

গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে অনুপম দত্তকে। ছবি :শৌভিক দে।

নকল কাগজপত্র তৈরি করে একটি বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অনুপম দত্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করা হতে পারে টের পেয়েই তিনি পালাবার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, অনুপমের বাবা অসুস্থ। তিনি দিল্লিতে রয়েছেন। বাবাকে দেখে ফেরার সময় বিমানবন্দরে নামলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

কয়েক বছর আগের ঘটনা। অনুপম দত্ত তখন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (পূর্ত)। সে সময়ই সল্টলেক বিডি ব্লকের একটি বাড়ির নকল কাগজপত্র তৈরি করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি কয়েক বছর আগে হলেও তখন এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এফআইআরে দ্বিতীয় নাম ছিল অনুপম দত্তের। আর প্রথম নাম ছিল মধুসূদন চক্রবর্তী নামে এক দালালের। মধুসূদনকে গ্রেফতার করে তাঁকে জি়জ্ঞাসাবাদেও অনুপম দত্তের নাম উঠে আসে বলে গোয়েন্দারা জানান। এর পরেই গ্রেফতার করা হল অনুপমকে।

Advertisement

আরও পড়ুন: শত কষ্টেও মুখ ফুটত না মেয়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন