দোকানে আগুন

সিলিন্ডার ফেটে একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাতে, দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজার এলাকায়।দমকল সূত্রে খবর, দু’টি গ্যাস সিলিন্ডার ফাটলেও আগুন তেমনভাবে ছড়াতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ০১:৩২
Share:

সিলিন্ডার ফেটে একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাতে, দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজার এলাকায়। দমকল সূত্রে খবর, দু’টি গ্যাস সিলিন্ডার ফাটলেও আগুন তেমনভাবে ছড়াতে পারেনি। ঘটনাস্থলে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। পরে আরও দু’টি ইঞ্জিন আসে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় দক্ষিণ দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগন্নাথ বিশ্বাস জানান, রাত পৌনে ন’টা নাগাদ সিলিন্ডার ফাটার বিকট শব্দ শোনা যায়। আগুন দেখে স্থানীয় মানুষ দমকলে খবর দেন। উল্লেখ্য, যে জায়গায় ওই ঘটনা ঘটে, তার সামনেই নতুন বাজার। বাজার এলাকাটিও যথেষ্ট ঘনবসতি পূর্ণ। আগুন লাগার খবর পেয়ে সেখানেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement