ধৃতদের মধ্যে এক জন মালদহের বাসিন্দা, নাম রেজ্জাক শেখ। অন্য জন, উত্তরপ্রদেশের বিকাশকুমার গৌতম। -নিজস্ব চিত্র
উত্তরপ্রদেশে পাঠানোর আগেই জালনোট-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে তাদের পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতদের মধ্যে এক জন মালদহের বাসিন্দা, নাম রেজ্জাক শেখ। অন্য জন, উত্তরপ্রদেশের বিকাশকুমার গৌতম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’হাজারের প্রচুর জাল নোট। যার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা!
গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়ার জালনোটগুলি খুবই উন্নতমানের। যা দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় এগুলি নকল টাকা। কলকাতা থেকে নোটগুলি উত্তরপ্রদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলেই জানা গিয়েছে। এই চক্রে আরও অনেকেই রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ধৃতদের জেরা করে বাকি পাচারকারীদের সন্ধান চলছে।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে কলকাতাকে ‘করিডর’ করে দেশের বিভিন্ন প্রান্তে জালনোট পাচারের চেষ্টা করে থাকে এই চক্রের কারবারিরা। কমিশনের ভিত্তিতে সীমান্তবর্তী জেলার লোকজনকে কাজে লাগানো হয়ে থাকে। কলকাতা পুলিশের এসটিএফ-এর নজরদারির ফলে ইতিমধ্যেই বহু জালনোট পাচারকারী ধরা পড়েছে। তাদেরকে জেরা করে আরও বেশ কিছু সূত্র মিলেছে। তার ফলেই আরও দুই পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
আরও পড়ুন- অ্যাসিড-বোমা নিয়ে হামলার ছক বঙ্গে, ধৃত ২
আরও পড়ুন- পায়ের উপর দিয়ে গেল বাস