পার্কসার্কাসের সাত মাথার মোড়ের রেস্তোরাঁ আরসালানে আগুন লাগল। মঙ্গলবার বেলা ১টা নাগাদ হঠাৎই আগুন লাগে এই রেস্তোরাঁর রান্নাঘরে।
প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন আশপাশের দোকানের ব্যবসায়ীরাও। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশপাশের সমস্ত দোকানগুলি বেশ কিছু ক্ষণ বন্ধ রাখা হয়।
আরসালান কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্ভবত তন্দুরি ডিস তৈরি করার সময় রান্নাঘরের চিমনি থেকে আগুন লেগেছিল। এখনও পর্যন্ত দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।