Fire

Park Street Fire: পার্ক স্ট্রিটের এপিজে হাউসে বড় আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন নেভাতে ল্যাডার ব্যবহার করা হয়। কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালান দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৫:৩৬
Share:

নিজস্ব চিত্র।

পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ৬ তলায় আগুন। একটি সার্ভার রুমে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। আগুন নেভাতে ল্যাডার ব্যবহার করা হয়। কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালান দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও।

Advertisement

ফিরহাদ জানান, একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল। সেখানে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে নিভে যাবে।

সোমবার দুপুর নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া দেখা যায় এপিজে হাউসের উপর থেকে। কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement