পুড়ে ছাই বস্তি

পুড়ে গেল আহিরীটোলার নাথেরবাগান লেনে এই বস্তির তিনটি ঝুপড়ি। রবিবার একটি ঝুপড়ির মধ্যে আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। পরপর ফাটে আরও তিনটি সিলিন্ডার।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০২:২৫
Share:

ছবি: রণজিৎ নন্দী

পুড়ে গেল আহিরীটোলার নাথেরবাগান লেনে এই বস্তির তিনটি ঝুপড়ি। রবিবার একটি ঝুপড়ির মধ্যে আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। পরপর ফাটে আরও তিনটি সিলিন্ডার। আগুন দ্রুত ছড়ায় পাশের দু’টি ঝুপড়িতে। দমকলের ১১টি ইঞ্জিন প্রায় পৌনে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। সামান্য আহত হন এক ব্যক্তি। অন্য দিকে, এ দিনই সন্ধ্যায় পার্ক স্ট্রিটে এক বহুতলের সাততলায় একটি অফিসে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement