Fire

মধ্য কলকাতায় আগুন, নিয়ন্ত্রণ করল দমকল

বেনটিঙ্ক স্ট্রিট সংলগ্ন আব্দুল হামিদ স্ট্রিটের ভেতরে গিবসন লেনে অবস্থিত এই বাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৮:২০
Share:

দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। —নিজস্ব চিত্র

মঙ্গলবার বিকেলে আগুন লাগল মধ্য কলকাতার সিদ্ধা গিবসন বাড়িতে। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।

Advertisement

বেনটিঙ্ক স্ট্রিট সংলগ্ন আব্দুল হামিদ স্ট্রিটের ভেতরে গিবসন লেনে অবস্থিত এই বাড়িটি। আগুনের শিখা দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা দমকলে খবর দেন। দমকলের একটিই ইঞ্জিন আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের প্রাথমিক ভাবে কিছুটা সমস্যা হয়েছিল। তাছাড়া গিবসন লেন শরু হওয়ায় দমকলের গাড়ি সিদ্ধা গিবসনের একেবারে সামনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তা সত্ত্বেও আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকলকর্মীরা।

আশেপাশে প্রচুর দোকান থাকায় শুরুতে সেখানকার কর্মী বা মালিকরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দ্রুত দোকান বন্ধ করে দেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন